বাংলা নিউজ > ঘরে বাইরে > Audi Accident: বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ি পিষে দিল রাজপথে, পরপর ধাক্কা! আহত ২জন

Audi Accident: বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ি পিষে দিল রাজপথে, পরপর ধাক্কা! আহত ২জন

বিজেপি নেতার ছেলের অডি গাড়ি। (PTI Photo) (PTI)

একের পর এক গাড়িতে ধাক্কা। বিজেপি নেতার ছেলের অডি গাড়ির কীর্তি। 

মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বওয়ানকুলের পুত্র সঙ্কেতের মালিকানাধীন একটি অডি গাড়ি। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ এই অডি গাড়িটি অন্তত তিনটি গাড়ি ও একটি স্কুটারকে ধাক্কা দেয়। নাগপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক গাড়িকে ধাক্কা দেয় এই অডি গাড়িটি। শেষ পর্যন্ত উত্তেজিত জনতা ওই গাড়ির ভেতর থেকে দুজনকে বের করে। পানশালা থেকে তারা ফিরছিলেন বলে খবর।

পুলিশ জানিয়েছে, অর্জুন হাওরে নামে এক ইঞ্জিনিয়ার গাড়িটি চালাচ্ছিলেন। তার ব্যবসায়ী বন্ধু রনিত পাশেই বসেছিলেন। তাকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, এই হাওরে হলেন সঙ্কেতের বন্ধু। 

পুলিশ জানিয়েছে, গাড়িতে যে দুজন ছিলেন তাদের রক্তের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তারা মদ্যপান করেছিলেন কি না সেটা দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে সব দিক থেকে এই দুর্ঘটনার নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। 

তবে এফআইআরে সঙ্কেত বা গাড়ির নম্বর উল্লেখ করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে সঙ্কেত ঘটনার সময় গাড়িতে ছিলেন না। উত্তেজিত জনতা ওই গাড়িটিকে আটকায়। তাদের গাড়ি থেকে টেনে বের করা হয়। তাদের মারধর করা হয়। এই দুর্ঘটনায় দুজন মোটরবাইক আরোহী জখম হয়েছেন। 

এদিকে কেন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এফআইআরে ছিল না তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সংবাদমাধ্য়মের সামনে বিজেপি নেতা জানিয়েছেন, পুলিশের এনিয়ে নিরপক্ষে তদন্ত করা দরকার। আইনের চোখে সকলেই সমান। যে দোষী তার শাস্তি হওয়া দরকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন ওই অডি গাড়িটি তাঁর ছেলের। তবে গাড়ির নম্বর প্লেটটা ভেঙেচুরে গিয়েছে। সেটা সিটের নীচে ছিল বলে খবর। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.