বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পাস অস্ট্রেলিয়ার সংসদে, 'বাড়বে চাকরির সুযোগ'

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পাস অস্ট্রেলিয়ার সংসদে, 'বাড়বে চাকরির সুযোগ'

ফাইল ছবি: এএনআই (ANI)

এই চুক্তি থেকে ঠিক কোন কোন সেক্টর লাভবান হবে, সেটিও তুলে ধরেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। তিনি বলেন, 'প্রায় এক দশক পরে কোনও উন্নত দেশের সঙ্গে ভারতের এই ধরনের চুক্তি হল।'

সম্পন্ন হল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। আর তারপরেই এটিকে 'ঐতিহাসিক' মুহূর্ত বলে অভিহিত করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। তিনি বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্যের ইতিহাসে একটু গুরুত্বপূর্ণ 'ল্যান্ডমার্ক'। এই চুক্তি থেকে ঠিক কোন কোন ক্ষেত্র লাভবান হবে, সেটিও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, 'প্রায় এক দশক পরে কোনও উন্নত দেশের সঙ্গে ভারতের এই ধরনের চুক্তি হল।'

 

চলতি বছর এপ্রিলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ECTA) স্বাক্ষরিত হয়। সোমবার অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টিটিভসে এটি পাশ হয়। মঙ্গলবার সেনেট এতে অনুমোদন দেয়। ভারতের পার্লামেন্টের ছাড়পত্রের ৩০ দিন পরে এটি কার্যকর হতে চলেছে৷

 

ভারত-অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি (ECTA) সম্পর্কে এই ৫টি বিষয় আপনাকে জানতেই হবে:

1

অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই প্রথম বৈদেশিক বাণিজ্য চুক্তি, যাতে সমস্ত দ্রব্যের উপর শুল্ক-মুক্ত আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। এটি এক কথায় অভাবনীয়। এই পদক্ষেপের ফলে ভারতীয় সংস্থাগুলিকে অস্ট্রেলিয়ায় বিপুল ব্যবসা করতে পারবে। সেখানে বৃহত্তর বাজার দখল করতে পারবে সংস্থাগুলি। এই বিষয়ে পীযূষ গোয়েল জানান, 'অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথমবার, তারা ১০০ শতাংশ শুল্ক মুক্ত করে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইতিমধ্যেই এই নিয়ম জারি হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যেই ১১৩টি ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

2

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। 'ভারতীয় শেফ, যোগব্যায়াম প্রশিক্ষকদের জন্য ভিসা, ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া প্রত্যেক শিশুকে সেখানে চাকরির সুযোগ দেওয়া হবে। স্টেম গ্র্যাজুয়েট, ডক্টরাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় চার বছরের ওয়ার্ক ভিসা পাবেন। স্নাতকোত্তরের ক্ষেত্রে ৩ বছরের ওয়ার্ক ভিসা পাবেন।

3

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে এই চুক্তি থেকে প্রচুর লাভ হবে বলে মনে করা হচ্ছে। কর প্রত্যাহার করা হলে আইটি সংস্থাগুলি অস্ট্রেলিয়ার সঙ্গে বিপুল হারে ব্যবসা বাড়াতে পারবে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এই এফটিএ-এর মাধ্যমে দেশে সস্তায় কাঁচামালের সরবরাহ বৃদ্ধি পাবে। এর ফলে দেশের শিল্প উত্পাদনে সহায়তা হবে। এর ফলে দেশে চাকরি, কাজের সুযোগ এবং স্টার্ট-আপের সংখ্যা বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী।

4

তিনি আরও বলেন, ওষুধ শিল্পও এই চুক্তি থেকে লাভবান হবে। যে ওষুধগুলি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে কঠোর অনুমোদন প্রক্রিয়ায় পাশ করেছে, সেগুলির সুবিধা হবে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রকরা এমন ওষুধের ক্ষেত্রে তুলনামূলকভাবে দ্রুততর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

5

টেক্সটাইল, ওয়াইন, গয়না, মূল্যবান রত্নের মতো উচ্চ-মূল্যের পণ্যগুলি এই চুক্তির অধীনে আরও বেশি মুনাফাসহ বিক্রি করা যাবে। 'ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য চুক্তির (IndAus ECTA) মাধ্যমে আগামী ৫-৬ বছরের মধ্যে, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে,' জানান বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি দেশের পণ্য ও পরিষেবাগুলিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। 'এটি ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি ও ক্ষমতারই নিদর্শন,' বলেন তিনি।

Latest News

মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.