প্রেমে বয়স তো নিমিত্ত মাত্র। অফিসে বসেই বাগদান সেরে এমনটাই প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ভালোবাসা দিবসের পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে বাগদান ঘোষণা করেছেন অ্যালবানিজ। আলবেনিজ সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করে প্রেমিকার প্রতি নিজের অসীম ভালোবাসা প্রকাশ করে লিখেছেন একগুচ্ছ কথা।
বৃহস্পতিবার যে ছবিটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া একটি ঝাঁ চকচকে নতুন হিরের আংটি পরে রয়েছেন হেডেন। ছবিটি শেয়ার করে অ্যালবানিজ লিখেছেন, 'তিনি হ্যাঁ বলেছেন।' জানা গিয়েছে, ক্যানবেরার একটি রেস্তোরাঁ ইটালিয়ান অ্যান্ড সন্সেতে রোমান্টিক ভ্যালেন্টাইনস ডে ডিনারের পর প্রপোজ করেছিলেন অ্যালবানিজ। তাঁর ও হেডেনের বাগদানের এই খবরে নেটিজেনরা তাঁদের শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, এই প্রথমবার কোনও অজি প্রধানমন্ত্রী, অফিসে থাকাকালীন বাগদান করে ইতিহাস তৈরি করতে চলেছেন। অ্যান্থনি বৃহস্পতিবার প্রকাশ করেছেন যে তাঁর সঙ্গী ভ্যালেন্টাইনস ডে-তে তাঁর প্রেমকে গ্রহণ করেছেন। আলবেনিজ বলেছেন, 'এই তথ্যটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। আমি একজন সঙ্গী পেয়েছি যাঁর সাথে আমি আমার বাকি জীবন কাটাতে চাই।'
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লিখেছেন, 'ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি!'নিউজিল্যান্ডের ক্রিস্টোফার লুক্সনও অভিনন্দন জানিয়েছেন। আলবেনিজের পাশাপাশি হেডেনও তাঁদের অভিনন্দন বার্তার জন্য বন্ধু, পরিবার এবং জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'এই মুহূর্তটি যেমন সুন্দর তেমনই বিশেষ।'
- কবে থেকে শুরু প্রেম
আলবানিজের বর্তমানে ৬০ বছর বয়সী। হেডেনের বয়স ৪৫ বছর। হেডনের ফিনান্স এবং ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত এবং বর্তমানে নিউ সাউথ ওয়েলস রাজ্যের পাবলিক সেক্টর ইউনিয়ন NSW পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশনের মহিলা অফিসার হিসেবে কাজ করছেন। ২০২০ সালের শুরুর দিকে মেলবোর্নে একটি ব্যবসায়িক ডিনারে দেখা হয় তাঁদের। ২০২২ সালের ফেডারেল নির্বাচনের প্রচারের সময় তাঁরা একসঙ্গে ছিলেন। অস্ট্রেলিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হেডেন আলবানিজদের সঙ্গে বেশ কয়েকটি সরকারি সফরে এসেছেন, যার মধ্যে অক্টোবরে আলবেনিজের মার্কিন যুক্তরাষ্ট্র সফরও ছিল।
আলবানিজ এর আগে নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন ডেপুটি প্রিমিয়ার কারমেল ডেবুসির সঙ্গে বিবাহিত ছিলেন। বিয়ের ১৯ বছর পর ২০১৯ সালে তাঁরা আলাদা হয়ে যান। আলবেনিজ ও কারমেলের ২৩ বছর বয়সী ছেলে রয়েছে। তাঁর নাম নাথান আলবানিজ।