অস্ট্রেলিয়ার কন্টেন্ট ক্রিয়েটার ট্যানারের একটি ভিডিয়ো সাম্প্রতিককালে ভাইরাল হয়েছে। প্রথমবার সন পাপড়ি থেকে শুরু করে কাঁঠাল কিম্বা কলার চিপস খেয়ে তাঁর প্রতিক্রিয়া ধরা দিয়েছে ভিডিয়োয়। ভারতীয় স্ন্যাকস হিসাবে বিখ্যাত এই খাবারগুলি অস্ট্রেলিয় মহিলার কেমন লেগেছে, তা মুখের অঙ্গভঙ্গিতেই প্রকাশ করে দিলেন তিনি।
সঠিকভাবে উচ্চারণ করতে পারছিলেন না 'সন পাপড়ি' শব্দটি। তবে, খাওয়ার উদ্যোমে এক কাণাও কমতি নেই। পটাপট প্যাকেট খুলছেন আর খাচ্ছেন। সন পাপড়ি থেকে কলার চিপস, কাঁঠালের চিপস, কোনও কিছুই বাদ নেই তাঁর রসদে। সবই পর পর প্যাকেট খুলে খাচ্ছেন আর দিচ্ছেন নিজের প্রতিক্রিয়া। উল্লেখ্য, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এই বিদেশিনী অস্ট্রেলিয়দের মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিটি কামড়েই তিনি ব্যক্ত করছেন স্বস্তি। পাচ্ছেন আনন্দ। সেই ছবিই বারবার উঠে এসেছে ট্যানারের ভিডিয়োয়। Viral Video: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে থাকা ঋষি আরতি করলেন গৌমাতার
শুধু যে স্ন্যাকসেই মন মজিয়েছেন এই বিদেশিনী তাই নয়, সঙ্গে ভারতীয় শরবতের সিরাপেও মন মজেছে এই অস্ট্রেলিয় সুন্দরীর। এই ভিডিয়ো ইতিমধ্যেই ৪.৮ লাখ ভিউ পেয়েছে।লাইকের তালিকা পৌঁছেছে ১৫ হাজারে। বহু নেটিজেনই তাঁদের মন্তব্য এই ভিডিয়োয় তুলে ধরেছে। নিজের রিভিউতে তিনি বলছেন এই সমস্ত স্ন্যাকস চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। উল্লেখ্য, বহু ভারতীয় এই ভিডিয়ো ঘিরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।