এক ধাক্কায় প্রতি কিলোলিটারে ৩,৩০২.২৫ টাকা দাম কমল এভিয়েশন টার্বাইন ফুয়েল। এর ফলে জেট বিমানের জ্বালানির দাম কমে ৭৭,৫৩২.৭৯ প্রতি কিলোলিটার বা ৮১৭.৩৭ ডলার হয়েছে দিল্লিতে। এদিকে মূল্য হ্রাসে বর্তমানে কলকাতায় জেট ইন্ধনের দাম ৮১,৬৪২.১৩ টাকা প্রতি কিলোলিটার বা ৮৫৬.৫৬ ডলার প্রতি কিলোলিটার। এর ফলে বিমানযাত্রার খরচ কমতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে শুধু জ্বালানির দাম কমানোই নয়, বেশ কয়েক জায়গায় এভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর থেকে শুল্ক কমানো হয়েছে।
কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় সরকারের অনুরোধের পর বিমান ইন্ধনে উৎপাদন শুল্ক কম করেছে। তিনি জানান, মধ্যপ্রদেশে ভোপাল আর ইন্দোর বিমানবন্দরে এটিএফের উৎপাদন শুল্ক কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। তাছাড়া বিজেপি শাসিত ত্রিপুরা, হরিয়াণা, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে এটিএফের কর কমিয়েছে। তাছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু এবং কাশ্মীরেও কর কমেছে এভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর থেকে।
জানা গিয়েছে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর কর আদায়ের পরিমাণ ১৮৩.২২ কোটি টাকা থেকে বেড়ে ৬৮৪.৩২ কোটি টাকা হয়েছে। এরই মাঝে কোভিড কালে বিমান চলাচল স্বাভাবিক না থাকায় বিমান পরিবহণ সংস্থাগুলো লোকশানের মুখে পড়ে। তবে শুল্ক কমানো এবং জ্বালানির দাম কমায় কিছুটা স্বস্তিতে থাকবে বিমান সংস্থাগুলি।