আজকাল অনেকেই নিজেরাই আয়কর রিটার্ন ফাইল করেন। FY 2022-23 (AY 2023-24)-এর জন্য আপনার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই, ২০২৩। আয়কর একটি জটিল বিষয়। তাই এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করবেন না। টুকটাক কিছু ভুলের কারেই কিন্তু আপনার ITR-এ নেতিবাচকভাবে প্রভাব পড়তে পারে।
নিজে নিজে ITR-এর ফর্ম ভরার সময়ে এই ভুলগুলি প্রায়শই হয়ে থাকে
১) ভুল ITR ফর্ম সিলেক্ট করে ফেলা
ITR ফাইল করার সময় এই ভুলটা অনেকেই করেন। ভুল ITR ফর্ম ব্যবহার করা খুবই কমন একটি বিষয়। ভুল ফর্ম ব্যবহার করলে ত্রুটিপূর্ণ ফাইলিং হয়ে যায়। ফলে এটি প্রত্যাখ্যান করে দেবে আয়কর বিভাগ। আপনার সময়টাই নষ্ট।
'ITR ফর্ম প্রাথমিকভাবে আপনার আয়ের উত্সের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন বেতনভোগী ব্যক্তি হন, সেক্ষেত্রে ITR ফর্ম 1 ব্যবহার করে রিটার্ন দাখিল করতে পারেন। আপনার যদি বেতন থেকে আয় এবং বিনিয়োগ থেকেও মূলধন লাভের ব্যাপার থাকে, তাহলে আপনার ITR ফর্ম 2 ব্যবহার করা উচিত। অন্যদিকে, আপনি যদি আয়ের উত্স হিসাবে ব্যবসা দেখান, সেক্ষেত্রে আইটিআর ফর্ম 3 ব্যবহার করে রিটার্ন দাখিল করা উচিত,' জানালেন কর বিশেষজ্ঞ অর্চিত গুপ্ত।
২) সুদবাবদ আয়
এটি আরেকটি গুরুতর ভুল। সমস্ত উৎস থেকেই আয় দেখাতে হবে। সেটা বেতন, ব্যবসা/পেশা, বাড়ির সম্পত্তি, মূলধন লাভ এবং বিনিয়োগ- যেখান থেকেই হোক না কেন। 'কোনও আয় বাদ দিলে কর কর্তৃপক্ষের জরিমানার মুখে পড়বেন। একইভাবে, আপনার করযোগ্য আয় কমাতে আয়কর আইনের বিভিন্ন ধারা যেমন 80C এবং 80D-এর অধীনে করছাড় দাবি করতে ভুলবেন না,' জানালেন এসএজি ইনফোটেকের অমিত গুপ্ত।
আপনার যদি বিদেশি সম্পত্তি বা আয় থাকে, তাহলে FEMA-র নিয়মাবলী মেনে চলুন। প্রয়োজনীয় তথ্যাদি অবশ্যই দিন। এছাড়া, আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় বিদেশি অ্যাকাউন্ট সহ সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ করুন।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেট না করা
আয়কর রিটার্ন দাখিল করার সময়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ট্যাক্স থেকে রিফান্ড পেতে হলে এটি অবশ্যই মনে করে করতে হবে।
৪) ভুল মূল্যায়ন বছর সিলেক্ট করে ফেলা
যাঁরা অনেকদিন ধরে ITR ফাইল করছেন, তাঁরাও অনেক সময়ে অন্যমনস্ক হয়ে এই ভুল করে ফেলেন। অনেকেই 'অ্যাসেসমেন্ট ইয়ার' এবং 'ফিনান্সিয়াল ইয়ার' গুলিয়ে ঘেঁটে 'ঘ' করে ফেলেন।
'ফিনান্সিয়াল ইয়ার' হল যে সময়ে আয় করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি ৩১ জুলাই ২০২৩-এর আগে আইটিআর ফাইল করেন, তাহলে ১ এপ্রিল ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে যে আয় করেছেন, তার জন্য রিটার্ন দাখিল করা হবে। এপ্রিল থেকে মার্চ পর্যন্ত এই সময়কালটি ২০২২-২৩ অর্থবর্ষ বা FY 2022-23 বলা হয়।
অন্যদিকে 'অ্যাসেসমেন্ট ইয়ার' হল অর্থবর্ষের পরের বছর, যখন ট্যাক্স রিটার্নটি দাখিল করছেন। উদাহরণস্বরূপ, আপনি যদি জুন বা জুলাই ২০২৩-এ ফাইল করেন, তাহলে মূল্যায়ন বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার হবে ২০২৩-২৪।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup