১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিল করেছিল সরকার। এদিকে এক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে একটি কোম্পানি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে যে আরবিআই গাইডলাইনকে ভেঙেছে এক্সিস ব্যাঙ্ক। ৩.২ কোটি টাকার বাতিল নোট তারা গ্রহণ করতে চায়নি।
বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে কোম্পানির পক্ষে আইনজীবী নলীন কোহলি দাবি করেন যে টাকা বাতিল নিয়ে তারা কোনওরকম সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে চাইছে না। কিন্তু ব্যাঙ্ক যেভাবে ৩.২ কোটি টাকা বাতিল নোট গ্রহণ করতে চায়নি সেটা নিয়েই তাদের আপত্তি।
অ্য়াডভোকেট জয়দীপ গুপ্তার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এক্সিস ব্যাঙ্ককেই ব্যাখা দিয়ে জানাতে হবে যে তারা কেন এই বাতিল নোট গ্রহণ করতে চায়নি?
এদিকে ২০১৬ সালের ৮ নভেম্বর একটি নোটিফিকেশন জারি করা হয়। সেখানে বলা হয় ৩০শে ডিসেম্বর ২০১৬ সালের মধ্য়ে বাতিল হওয়া নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। এরপর ৩১শে ডিসেম্বর অপর নোটিফিকেশনে বলা হয় যে ৩০শে ডিসেম্বরের পরে বাতিল হওয়া নোট নিজেদের কাছে রাখাটা অপরাধ।
এদিকে কোম্পানির আইনজীবী দাবি করেন যতটা বাতিল টাকা জমা দেওয়া হচ্ছে সেই সমান মূল্যের টাকা গ্রাহককে দেওয়া দরকার ছিল। কিন্তু ব্যাঙ্ক বাতিল নোট গ্রহণ করেনি। এরপরই এক্সিস ব্যাঙ্ককে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের মধ্যে এনিয়ে জানাতে বলা হয়েছে। এদিকে আরবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন যে কোর্টকে এক্সিস ব্যাঙ্কের বিষয়টি শোনা দরকার। তাদের এই নোট না গ্রহণ করার ক্ষেত্রে কোনও উপযুক্ত কারণ ছিল কি না সেটাও জানা দরকার।