শেখ হাসিনার সময়ে নাকি বাংলাদেশে আয়নাঘর ছিল। সেখানেই নাকি অত্যাচার করা হত বিরোধীদের। এই আয়নাঘরের অস্তিত্ব নিয়ে নানা সময় নানা বিতর্ক রয়েছে। তবে এবার এনিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
কালের কণ্ঠ সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার নিপীড়নের ঘটনা, তা শেখ মুজিবের আমলেই হয়েছে।
মঙ্গলবার ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ণ চালিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের উপর নিপীড়ণ চালানো হয়েছিল সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ণ চালিয়েছেন।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মাহফুজ আলম জানিয়েছেন, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী বিকল্প হিসাবে জাতীয় রক্ষীবাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। তার মেয়ে জাতীয় রক্ষীবাহিনী নামে আলাদা করে কিছু বানাননি।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নাকি বাংলাদেশে আয়না ঘর ছিল। সেখানে নাকি হাসিনা বিরোধীদের চরম অত্যাচার করা হত। এখানেই নাকি গুম করে রাখা হত বহুজনকে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই এই আয়নাঘর নিয়ে নানা মহলে নানা চর্চা। এই আয়নাঘরকে নিয়ে রহস্যের অন্ত নেই। নানা প্রতিবেদনে এই আয়নাঘরের নানা হাড়হিম ঘটনার কথা সামনে এসেছে।
সম্প্রতি সেই আয়নাঘর ঘুরে দেখলেন ইউনুস। তার একাধিক ছবি সামনে এসেছে ইউনুসের প্রেস উইং মারফতও। সেখানে ইউনুসকে দেখা যাচ্ছে গোটা ঘরটি ঘুরে দেখতে। একজন তাঁকে বুঝিয়ে দেন কীভাবে হাসিনার আমলে অত্যাচার করা হত।
একটা সময় এই আয়নাঘরে বন্দি ছিলেন এমন কয়েকজনও ইউনুসের সঙ্গে ছিলেন। এই আয়নাঘর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ছিল বলে খবর। গোপন বন্দিশালা। দেখলেই গা ছমছম করে। কী হত সেখানে? প্রাক্তন বন্দিরা সেটাই দেখান ইউনুসকে। একাধিক ঘর, বিশেষ ধরনের চেয়ার দেখেন মহম্মদ ইউনুস।
সূত্রের খবর, বিচারের আওতার বাইরে এই আয়নাঘরে রাখা হত বন্দিদের। মূলত সরকারের বিরুদ্ধে আচরণ করছে এমন ব্যক্তিদের কার্যত অপহরণ করে রাখা হত এই আয়নাঘরে। এরপর শুরু হত অত্যাচার। কেউ জানতেই পারতেন না কোথায় চলে গেলেন তাঁরা? কার্যত উবে যেতেন তাঁরা। তবে এই আয়নাঘরের অস্তিত্ব নিয়ে নানা সময় নানা বিতর্ক থেকেই গিয়েছে।