বাংলা নিউজ > ঘরে বাইরে > Ayodhya: রাম মন্দিরের প্রমাণ এবার হাতেনাতে? অযোধ্যায় মাটির নীচে যা উদ্ধার হল দেখলে মাথা ঘুরে যাবে!

Ayodhya: রাম মন্দিরের প্রমাণ এবার হাতেনাতে? অযোধ্যায় মাটির নীচে যা উদ্ধার হল দেখলে মাথা ঘুরে যাবে!

এগুলি উদ্ধার করা হয়েছে। ছবি সৌজন্যে চম্পত রাই। 

এবার নতুন দাবি রাম জন্মভূমি নিয়ে। মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্রাচীন ধ্বংসাবশেষ। 

ওয়াই শর্মা

রামমন্দির তৈরির কাজ পুরোদমে চলছে। তার আগে নয়া দাবি করল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির এলাকায় খননকাজ চালানোর সময় প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রে স্তম্ভ ও মূর্তি মিলেছে। দাবি করেছেন তিনি।

তিনি সেই সংক্রান্ত ছবিও পোস্ট করেছেন। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, শ্রী রাম জন্মভূমির খননকাজ করার সময় একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মিলেছে। তার মধ্যে একাধিক মূর্তি ও পিলার রয়েছে। তার ছবিও তিনি তুলে ধরেছেন তাঁর এক্স প্লাটফর্মে।

খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। চম্পত রাই আন্তর্জাতিক বিশ্বহিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি যে ছবিগুলি দেখিয়েছেন সেগুলি বিরাট বিরাট পাথর খোদাই করে তৈরি। একাধির পিলার ও মূর্তির মতো দেখতে পাথরের উপরের খোদাই করা ।

 

সেই সঙ্গেই রাম জন্মভূমিতে যেখানে মন্দির তৈরি হচ্ছে তার একতলার ছবিও তিনি গত সপ্তাহে দেখিয়েছিলেন। এর আগে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দিরের নির্মাণ ঘুরে দেখেছিলেন। তিনি রামচন্দ্রের কাছে প্রার্থনাও করেছিলেন।

গত ৫ অগস্ট ২০২০ সালে রাম মন্দির তৈরির জন্য ভূমি পুজো শুরু হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভূমি পুজো করেছিলেন। তবে তারপর থেকেই শুরু হয় রামমন্দির তৈরির কাজ। অত্যন্ত দ্রুতগতিতে এই কাজ চলতে থাকে।

এদিকে ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫জন বিচারপতির বেঞ্চ তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর এর নেতৃত্বে নির্দেশ দিয়েছিল। বলা হয়েছিল পুরো ২.৭ একর জমিকে সরকার নিয়োজিত ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। তারাই রামমন্দির তৈরির কাজ খতিয়ে দেখবে। সেই মতো রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যায়। তবে এবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির এলাকায় খননকাজ চালানোর সময় প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রে স্তম্ভ ও মূর্তি মিলেছে।

 

পরবর্তী খবর

Latest News

আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.