এবার কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ চালু হতে চলেছে ওড়িশায়। এর আগে নবীন পট্টনায়েক মুখ্যমন্ত্রী থাকাকালীন ওড়িশায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে অস্বীকার করেছিলেন। তবে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হতেই ওড়িশা আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান দিতে চলেছে। ইতিমধ্যে ভারতের সবকটি রাজ্য ও কেন্দরশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু হয়েছে। ওড়িশায় এই প্রকল্প চালু হলে বাকি থাকবে শুধু দিল্লি এবং পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: সত্তরোর্ধ্বদের জন্য ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, কেন্দ্রের বিমায় আর কী কী
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্র সূত্রে জানা গিয়েছে, আয়ুষ্মান প্রকল্প চালু করার জন্য ওড়িশা সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কয়েক দিনের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (এনএইচএ) সঙ্গে একটি মৌ চুক্তি সাক্ষর করবে ওড়িশা সরকার। স্বাস্থ্য মন্ত্রকের একজন আধিকারিক জানিয়েছেন, একবার ওড়িশায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে গেল শুধুমাত্র দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই প্রকল্প থেকে বাদ থাকছে।
এর আগে, বিজেডি-র নবীন পট্টনায়েকের নেতৃত্বে ওড়িশায় প্রাক্তন সরকার আয়ুষ্মান ভারতে যোগ দিতে অস্বীকার করে বলেছিল যে তাদের নিজস্ব স্বাস্থ্য প্রকল্প ‘বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা (বিএসকেওয়াই)’ রয়েছে। তাতে ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ সুবিধা পাচ্ছেন এবং এর বিমাও অনেক বেশি ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রকল্প চালু হয়েছিল। এতে একটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান করা হয়।তবে সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এবার ৭০ কিংবা তার বেশি বয়সিরাও বছরে ৫ লক্ষ টাকার আলাদা স্বাস্থ্যবিমা পাবেন। এরফলে ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন। এরজন্য তাঁদের আলাদা কার্ডও দেওয়া হবে। আবার ওই প্রবীণ ব্যক্তি যদি অন্য কোনও সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে থাকেন তবে তিনি নিজের পছন্দ বেছে নিতে পারেন। এমনকী বেসরকারি স্বাস্থ্য বিমা করা থাকলেও আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়।