পুতিনের 'ক্ষমা প্রার্থনা'তেও তাহলে 'চিঁড়ে ভিজল না'! আজারবাইজান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার জন্য এবার সরাসরি এবং সরকারিভাবে রাশিয়াকেই দায়ী করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
রবিবার তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন এবং সরাসরি রাশিয়াকে উদ্দেশ করে বলেন, চলতি সপ্তাহে কাজাখস্তানে যে বিমানটি ভেঙে পড়েছে, তার জন্য রুশ প্রশাসনই দায়ী। উল্লেখ্য, ওই বিমান দুর্ঘটনায় ৩৮ জনকে নির্দোষ মানুষকে বেঘোরে প্রাণ দিতে হয়েছে।
প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, ওই বিমানটি যখন রুশ আকাশসীমা দিয়ে উড়ছিল, তখনই ওই বিমান লক্ষ করে ভূমি থেকে বিমান বিধ্বংসী গুলি ছোড়া হয়। তার জেরেই ঘটে যায় এত বড় এবং মারাত্মক মর্মান্তিক একটি ঘটনা।
একইসঙ্গে, এই ঘটনার পর মস্কো যেভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারও উল্লেখ করতে ভোলেননি প্রেসিডেন্ট আলিয়েভ। তাঁর বার্তা, রাশিয়ার উচিত ছিল এই ঘটনায় নিজেদের 'দোষ' স্বীকার করে নেওয়া।
আজারবাইজানের সরকারি টেলিভিশনে এদিন প্রেসিডেন্ট আলিয়েভের বক্তব্য তুলে ধরা হয়। প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার 'কয়েকটি সূত্র' আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটির ভেঙে পড়ার ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা একটা ভুয়ো ন্যারেটিভ প্রচার করছে।
তিনি আরও বলেন, মস্কোর তরফ থেকে যেভাবে বিভিন্ন ভুয়ে 'তত্ত্ব খাড়া করা হচ্ছে', তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর থেকেই 'স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাশিয়ার সরকার পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে'।
প্রেসিডেন্ট আলিয়েভ আরও বলেন, রাশিয়ার আসলে যেটা করা উচিত ছিল, তা হল - 'নিজেদের দোষ স্বীকার করা, যথা সময়ে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া এবং অবশ্যই আমজনতাকে ঘটনা প্রসঙ্গে সমস্ত তথ্য প্রদান করা। এটাই একটি বন্ধুত্বপূর্ণ দেশের আচরণ হওয়া উচিত। এই সমস্ত পদক্ষেপগুলি করা উচিত ছিল।'
প্রেসিডেন্ট আলিয়েভের এদিনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। কারণ, এর ঠিক আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিমান দুর্ঘটনার জন্য প্রকাশ্যে 'ক্ষমা' চান!
লক্ষ্যণীয় বিষয় হল, সেই 'ক্ষমা প্রার্থনা' তিনি আজারবাইজানের জনতা বা সাধারণ মানুষকে উদ্দেশ করে করেননি। করেছেন সরাসরি সেদেশের প্রেসিডেন্টকে উদ্দেশ করে। এবং তিনি নিজেকে একজন সহমর্মী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কিন্তু, একবারও স্বীকার করেননি যে রুশ বায়ু প্রতিরক্ষা বিভাগের ভুলেই এই মারাত্মক ঘটনা ঘটেছে। যেখানেই ইতিমধ্যেই এর স্বপক্ষে অসংখ্য প্রমাণ সামনে এসেছে।
পুতিনের সেই তথাকথিত ক্ষমা প্রার্থনা তিনি যে মোটেও ভালোভাবে নেননি তা একেবারে সোজা ভাষায় বুঝিয়ে দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ!