বায়োমেট্রিকের পরিবর্তে, তালিকাভুক্তির জন্য, শিশুর মুখের ছবি নেওয়া হয়। পিতামাতা/অভিভাবকের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। এছাড়াও, নথিভুক্তির সময় সম্পর্কের নথির প্রমাণ(জন্ম শংসাপত্র) সংগ্রহ করা হয়।
1/5অর্থবর্ষের প্রথম চার মাসেই(এপ্রিল-জুলাই) বাজিমাত। এইটুকু সময়ের মধ্যেই প্রায় ৭৯ লক্ষেরও বেশি শিশুর বাল আধার রেজিস্ট্রেশন হয়েছে। ফাইল ছবি: UIDAI (UIDAI)
2/5ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক এমনটাই জানিয়েছে। বাল আধার ০-৫ বছর বয়সী শিশুদের জন্য। ফাইল ছবি: পিটিআই (UIDAI)
3/5এতে বায়োমেট্রিকের প্রয়োজন হয় না। অর্থাত্ আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান লাগে না। ফাইল ছবি: পিটিআই (UIDAI)
4/5বায়োমেট্রিকের পরিবর্তে, তালিকাভুক্তির জন্য, শিশুর মুখের ছবি নেওয়া হয়। পিতামাতা/অভিভাবকের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। এছাড়াও, নথিভুক্তির সময় সম্পর্কের নথির প্রমাণ(জন্ম শংসাপত্র) সংগ্রহ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (UIDAI)
5/5৩১ মার্চ ২০২২ পর্যন্ত ২.৬৪ কোটি শিশুর বাল আধার রেজিস্ট্রেশন হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (UIDAI)