
বাবরি মসজিদ ধ্বংস মামলায় বেকসুর ছাড়া পেয়ে গেলেন আডবানি, যোশী সহ সব অভিযুক্ত
Updated: 30 Sep 2020, 02:11 PM ISTপূর্বপরিকল্পিত নয় মসজিদ ধ্বংস, জানালেন বিচারক।
পূর্বপরিকল্পিত নয় মসজিদ ধ্বংস, জানালেন বিচারক।
২৮ বছরের অপেক্ষা শেষ। অবশেষে এল বাবরি ধ্বংস মামলার রায়। অভিযুক্তদের মধ্যে ছিলেন লালকৃষ্ণ আডবানি সহ একদা শীর্ষ বিজেপি নেতারা।সবাইকেই বেকসুর মুক্ত করল বিশেষ সিবিআই আদালত।
ভিডিও বার্তায় লালকৃষ্ণ আডবানি বলেছেন যে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ও তাঁদের কাছে খুশির খবর। রায় শোনার পর তিনি জয় শ্রী রাম বলে ওঠেন বলে জানান প্রাক্তন উপ প্রধানমন্ত্রী। আরেক বিজেপি নেতা মুরলী মনোহর যোশী যিনি ছাড়া পেয়েছেন আদালতের রায়ে, তিনি নিজের খুশি ব্যক্ত করেছেন।
যোগী খুশি সবাই খালাস পাওয়ায়। তাঁর অভিযোগ তৎকালীন সরকার মিথ্যে মামলা করেছিল বিজেপি ও ভিএইচপি নেতাদের বিরুদ্ধে।
মামলার আবেদনকারী ইকবাল আনসারি জানিয়েছেন যে তিনি রায়ে সন্তুষ্ট। তাঁর কথায়, এটি ভালো যে মামলা শেষ হয়ে গিয়েছে। সবাই এবার শান্তিতে থাকুক। ভবিষ্যতে যাতে কোনও অশান্তি না হয়, সেটা দেখা উচিত। অযোধ্যায় হিন্দুু-মুসলমান সর্বদা শান্তিতে থেকেছে বলে তিনি জানান।
আইনজীবী কেকে মিশ্র যিনি ৩২ জনের মধ্যে ২৫ জনের সওয়াল করছিলেন, তিনি জানান যে সবাইকে নির্দোষী বলে জানিয়ে দিয়েছে আদালত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঘটনা নিয়ে যে লম্বা আইনি লড়াই চলছিল, তার এদিন সমাপ্তি ঘটল বলে তিনি জানান।
লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী সহ সব অভিযুক্তকে বেকসুর ছাড়া দিয়ে দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। কোনও অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই বলে জানিয়েছেন বিচারক। যারা মসজিদের চূড়োয় উঠেছিল, অভিযুক্তরা তাদের আটকানোর চেষ্টা কর বলে রায়ে জানিয়েছেন বিচারক।
বিচারক বলেন যে বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত নয়। আচমকাই এই ঘটনা ঘটে।
বিচারক এসকে যাদব এসে গিয়েছেন আদালতকক্ষে। ভিডিও কনফারেন্সে রায় শুনবেন আডবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা।
৩২-এর মধ্যে ২৬ জন অভিযুক্ত উপস্থিত আদালতে। কোভিডের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যান সিং ও নৃত্যগোপাল। আসেননি আডবানি, মুরলী মনোহর যোশীও। যে কোনও মুহূর্তে রায়দান করবেন বিচারক।