বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral: শিশুর মাথায় এসে বসল বন্ধু প্রজাপতি! দেখুন মন ভালো করা ভিডিয়ো
একটি ছোট্ট শিশু ও প্রজাপতির বন্ধুত্ব। এমন জিনিস ভাইরাল না হয়ে ছাড়ে! সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং একটি মিষ্টি ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গোলগাল শিশু। তার ঠিক মাথার উপরেই এসে বসেছে একটি সুন্দর প্রজাপতি।
খুদের নাম হার্লো। তাকে একটি নেচার এনক্লোজারে নিয়ে যাওয়া হয়েছে। 'হার্লোর একটি নতুন বন্ধু হয়েছে,' ভিডিয়োর একটি অংশে লিখেছেন তার মা। তিনিই ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেন।
মিষ্টি গোলুমোলু শিশুটিকে ভিডিয়ো জুড়ে হাসিমুখে ব্যাপারটা এনজয় করতে দেখা যাচ্ছে। সুন্দর প্রজাপতিটিও যেন তার নতুন ছোট্ট বন্ধুর সঙ্গ উপভোগ করছে।
বেশি ব্যাখ্যা করব না, আপনারা নিজেরাই বরং দেখুন সেই মিষ্টি ভিডিয়ো:
ভিডিয়োটি গত ৬ ডিসেম্বর পোস্ট করা হয়। ইতিমধ্যেই ২ মিলিয়নেরও বেশি লাইক পড়েছে তাতে। আপনার এই মিষ্টি ভিডিয়োটি কেমন লাগল? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না যেন!
পরবর্তী খবর