মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী প্রার্থী বাছাই করার জন্য ১৫ জুন বৈঠক ডেকেছিলেন। তবে সেই ডাক পাননি বিএসপি নেত্রী মায়াবতী। এই আবহে মায়াবতী এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা ঘোষণা করে দিলেন আজ। মায়াবতী এই প্রসঙ্গে বলেন, ‘বিরোধী প্রার্থী বাছাইয়ের বৈঠকে শুধুমাত্র নির্বাচিত কিছু দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন ২১ জুন শারদ পাওয়ার একটি বৈঠক ডাকেন, তখনও বিএসপিকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা তাদের জাতপাতের উদ্দেশ্য দেখায়।’
দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নেতা। এই কারণেই তাঁকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মায়াবতী। মায়াবতীর যুক্তি, বিএসপির আন্দোলনের একটি প্রধান অংশ আদিবাসী সম্প্রদায়। বিরোধী জোটকে তোপ দেগে মায়াবতী বলেন, ‘বিরোধীরা কেবল রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টার ভান করেছে।’ মায়াবতী বলেছেন, ‘যেহেতু বিরোধীরা তাঁর দলের বিরুদ্ধে বর্ণবাদী মানসিকতা নিয়ে চলছে, তাই বিএসপি রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন।’
মায়াবতী বলেন, ‘বিএসপিই একমাত্র জাতীয় দল যার নেতৃত্ব দলিতদের কাছে। আমরা এমন কোনও দল নই যা বিজেপি বা কংগ্রেসকে অনুসরণ করে বা শিল্পপতিদের সঙ্গে জড়িত। অন্যদিকে আমরা নিপীড়িতদের পক্ষে সিদ্ধান্ত নিই। এবং যদি কোনও দল এই জাতীয় জাতি বা শ্রেণির মানুষের পক্ষে সিদ্ধান্ত নেয় তবে আমরা ফলাফল নির্বিশেষে এই দলগুলিকে সমর্থন করি।’
এদিকে বিরোধীদের সঙ্গে থাকলেও বিজেপির প্রার্থী ঘোষণার পরই পালটি খাওয়ার ইঙ্গিত দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও। রোধীদের প্রার্থী ঘোষণার সময় হেমন্ত সোরেন আশ্বাস দিয়েছিলেন যে তিনি যশবন্ত সিনহাকে সমর্থন করবেন। তবে বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর সমীকরণ বদলে যায়। প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু সাওঁতাল জাতির। এই আবহে ঝআড়খণ্ডের শাসকদল আদিবাসী প্রার্থীকে ভোট দিতে পারে বলে কানাঘুষো শুরু হয়েছে। ইতিমধ্যেই ওড়িশার শাসকদল বিজু জনতা দল মুর্মুকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। অন্ধ্রের শাসকদল ওয়াইেসআর কংগ্রেসও মুর্মুকে ভোট দেবে বলে জানিয়েছে।