দেশের প্রত্যেক নাগরিকই আধার কার্ড পাবেন। বাদ নয় শিশুরাও। তাই আপনার সন্তানের জন্যও আবেদন করুন Bal Aadhaar Card-এর। এখন বিভিন্ন স্কুলে ভর্তি, কোনও ভর্তুকি প্রকল্প ইত্যাদির ক্ষেত্রে ছোটদের আধার কার্ড চাওয়া হচ্ছে। তাই করে রাখাই ভাল।
UIDAI-এর নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুরা একটি নীল রঙের বাল আধার কার্ড পাবে। তবে পাঁচ বছর পেরিয়ে গেলে সেই কার্ড অচল হয়ে যাবে। তখন বায়োমেট্রিক আপডেট করতে হবে।
অর্থাত্ পাঁচ বছরের কম বয়সে আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ইত্যাদির প্রয়োজন হবে না। বাকি এনরোলমেন্ট প্রক্রিয়া বড়দের মতোই। নিকটবর্তী নথিভুক্তিকরণ কেন্দ্র থেকে ফর্ম নিয়ে ফিল-আপ করতে হবে। বিনামূল্যেই মিলবে বাল আধার কার্ড।
তবে শিশুর বয়স পাঁচ বছর পেরিয়ে গেলে তখন তার বায়োমেট্রিক আপডেট করতে হবে। অর্থাৎ আঙুলের ছাপ, ছবি ও আইরিশ (চোখ) স্ক্যান করতে হবে।
প্রয়োজনীয় নথি:
বার্থ সার্টিফিকেট লাগবে। সঙ্গে শিশুর মা-বাবার আধার কার্ড।
বাল আধার কার্ড: কীভাবে খুদেদের বিশেষ Aadhaar কার্ডের আবেদন করবেন?
>>> UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আধার কার্ড রেজিস্ট্রেশনের লিঙ্কে যেতে হবে।
>>> সেখানে শিশুর নাম, মা/বাবার মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিতে হবে।
>>> ফর্ম ভরে Fix Appointment-এ ক্লিক করতে হবে।