Balakot Airstrike: পরমাণু অস্ত্র ক্ষমতার প্রেক্ষাপটে ‘বালাকোট দেখিয়ে দিয়েছে…’, জোর বার্তা বায়ুসেনা প্রধানের
Updated: 18 Apr 2023, 04:26 PM ISTএয়ার মার্শাল অর্জন সিং মেমোরিয়াল সেমিনার বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনার প্রধান চিফ এয়ার মার্শাল ভিআর চৌধরী বলেন, ‘আমাদের এটা বোঝা উচিত যে ভবিষ্যতের যুদ্ধ অন্যভাবে হবে।’ তিনি বলছেন, ভবিষ্যতের যুদ্ধ সব স্তরে হতে থাকবে, ফলে যুদ্ধাস্ত্রও আধুনিক হবে।
পরবর্তী ফটো গ্যালারি