বাংলা নিউজ > ঘরে বাইরে > লাগবে না কোনও কর, ইন্দোনেশিয়ার বালিতে থাকা যাবে ৫ বছর! করা যাবে অফিসও

লাগবে না কোনও কর, ইন্দোনেশিয়ার বালিতে থাকা যাবে ৫ বছর! করা যাবে অফিসও

ছবি-ইনস্টাগ্রাম (Instagram)

ওয়ার্ক ফ্রম হোম করেন? সেক্ষেত্রে সুখবর। বাড়ির বদলে এখন চাইলে ইন্দোনেশিয়ায় গিয়েও কাজ করতে পারবেন। লাগবে না কোনও করও। এমনই অভিনব পরিকল্পনা এনেছে সেদেশের সরকার।

ইন্দোনেশিয়া, বালির জনপ্রিয় দ্বীপ-সহ, ডিজিটাল যাযাবর ব্যান্ডওয়াগনের জন্য ভ্রমণের সর্বশেষ গন্তব্য হবে, একটি ভিসার পরিকল্পনা যা প্রত্যন্ত কর্মীদের সেখানে কর-মুক্ত বসবাসের অনুমতি দেবে।

ওয়ার্ক ফ্রম হোম করেন? সেক্ষেত্রে সুখবর। বাড়ির বদলে এখন চাইলে ইন্দোনেশিয়ায় গিয়েও কাজ করতে পারবেন। লাগবে না কোনও করও। এমনই অভিনব পরিকল্পনা এনেছে সেদেশের সরকার।

ব্যাপারটা কী?

আসলে বালি-সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে খরচ অপেক্ষাকৃত কম। কিন্তু সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ফলে ওয়ার্ক ফ্রম হোম করেন, এমন অনেকেই ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে চলে যান। সেখানে থেকে কাজ করেন।

বালি গেলেই সেখানে বিভিন্ন হোস্টেল, মেস, ছোটো হোম-স্টে দেখতে পাবেন। তাতে শুধুই পশ্চিমী, বিদেশিদের বাস। সকলেই প্রায় ওয়ার্ক ফ্রম হোম করেন। কিন্তু আপাতত তাঁরা ইন্দোনেশিয়াকেই হোম বানিয়ে ফেলেছেন। সমুদ্রের ধারে বালিতেই ল্যাপটপ খুলে বসে পড়েন। করতে থাকেন অফিসের কাজ।

এই প্রবণতাটাই কাজে লাগাতে চায় ইন্দোনেশিয়ার সরকার। প্রস্তাবিত পাঁচ বছরের 'ডিজিটাল যাযাবর ভিসা'-র ঘোষণা করেছেন ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী সানদিয়াগা উনো।

সানদিয়াগা উনো বলেন, এই ভিসার মাধ্যমে আগামী এক বছরে ইন্দোনেশিয়ায় প্রায় ৩৬ লক্ষ বিদেশি ভ্রমণকারী দ্বীপপুঞ্জে এসে থাকতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। ইকো-ট্যুরিজমে জোর দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বন্ধ করুন