বাংলা নিউজ > ঘরে বাইরে > Balochistan Helicopter Crash: ‘আটক’ গুপ্তচরদের উদ্ধার করতে গিয়ে বালোচ আর্মির শিকার পাক সামরিক কপ্টার, নিহত ৬

Balochistan Helicopter Crash: ‘আটক’ গুপ্তচরদের উদ্ধার করতে গিয়ে বালোচ আর্মির শিকার পাক সামরিক কপ্টার, নিহত ৬

বালোচ লিবারেশন আর্মির হামলায় ভেঙে পড়ল পাক সামরিক হেলিকপ্টার।

বালোচ লিবারেশন আর্মির হামলায় ভেঙে পড়ল পাক সামরিক হেলিকপ্টার। ঘটনায় দুই মেজর পদমর্যাদার সেনা কর্তা সহ নিহত ছয়। 

সোমবার পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। বিমানটিতে দুজন মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং অন্তত তিনজন কমান্ডো ছিলেনবলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত রাতেই এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বালোচ লিবারেশন আর্মির তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়।

দুর্ঘটনায় মৃতদের নাম - মেজর খুররাম শাহজাদ (৩৯), মেজর মহম্মদ মুনিব আফজল (৩০), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪),সিপাই মহম্মদ ইমরান (২৭),নাসিক জালিল (৩০) এবং শোয়েব (৩৫)।মুসা গথ অঞ্চলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। পরে মৃতদের সেখান থেকে উদ্ধার করা হয়।

রিপোর্ট অনুযয়ী, পশ্চিম পাকিস্তানে বালোচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে একটি‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করা হলেও ঘটনার নেপথ্যে থাকা কারণ প্রসঙ্গে কোনও কিছু বলা হয়নি এখনও। যদিও বিবৃতি প্রকাশ করে বালোচিস্তান লিবারেশন আর্মির তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়। বলা হয়, বালোচিস্তানের জরদালো এলাকার কাছে পাকিস্তানি সেনার দুই গুপ্ততরকে আটক করা হয়। তাদের উদ্ধার করতে এসেছিল দুটি হেলিকপ্টার। সেগুলির মধ্যে অন্তত একটিকে গুলি করে ধ্বংস কর হয়েছে।

এর আগেগত মাসেও বালোচিস্তানে পাকিস্তানি সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই ঘটনাতেও ৬ জনের মৃত্যু হয়েছিল। বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই হেলিকপ্টারটি। তবে গতরাতেযে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে,সেই এলাকায় সাম্প্রতিক বন্যার কবলে পড়েনি।

 

বন্ধ করুন