Bandhan Bank FD Rate: নতুন আমানতের পাশাপাশি ম্যাচি... more
Bandhan Bank FD Rate: নতুন আমানতের পাশাপাশি ম্যাচিওর হওয়া আমানতের রিনিউয়ালের ক্ষেত্রে এই সুদ প্রযোজ্য। বেশি সুদসহ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বন্ধন ব্যাঙ্ক অন্যতম ।
1/5যতই মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার থাকুক। স্থায়ী, সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম বলতে এখনও ফিক্সড ডিপোজিটেই ভরসা করেন আমজনতা। বিশেষত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অবসরের সঞ্চয় রাখার জন্য এই বিনিয়োগ বেশ নিরাপদ। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি পর পর ৪ বার রেপো রেট বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিও তাদের স্থায়ী আমানতের(FD) সুদের হার বাড়াচ্ছে। আর সেই সুবাদেই কিছুটা বেশি হারে FD রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5বন্ধন ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি পেয়েছে। ২ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য এই হার প্রযোজ্য। ৭ নভেম্বর ২০২২ থেকে কার্যকর। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5নতুন আমানতের পাশাপাশি ম্যাচিওর হওয়া আমানতের রিনিউয়ালের ক্ষেত্রে এই সুদ প্রযোজ্য। বেশি সুদসহ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বন্ধন ব্যাঙ্ক অন্যতম । ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5গ্রাহকরা এখন ৬০০ দিনের মেয়াদের আমানতে ৭.৫% পর্যন্ত সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকরা নিয়মমাফিক ০.৫০% বা ৫০ bps বেশি সুদ পাবেন। এর ফলে ৬০০ দিনের মেয়াদের FD-তে ৮% পর্যন্ত রিটার্ন পাবেন। ফাইল ছবি: মিন্ট (Reuters)