বাংলা নিউজ > ঘরে বাইরে > কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, প্রতিবাদে পথে নামলেন বাংলাদেশবাসী

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, প্রতিবাদে পথে নামলেন বাংলাদেশবাসী

কুষ্টিয়া শহরে দুষ্কৃতী হামলায় ভাঙচুরের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মীয়মান মূর্তি।

মূর্তি ভাঙার খবর ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামেন বাংলাদেশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতীদের যথোপযুক্ত শাস্তি দাবি করে লাগাতার সমালোচনার ঝড় ওঠে।

বাংলাদেশের কুষ্টিয়া শহরে দুষ্কৃতীদের নিশানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। ঘটনায় তোলপাড় পড়শি দেশ। প্রতিবাদে অসংখ্য ব্যক্তি ও সংগঠন।

শুক্রবার রাতে কুষ্টিয়া পুর নিগমের উদ্যোগে নির্মীয়মান বঙ্বন্ধুর মূর্তির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ধাতব হাতিয়ারের আঘাতে চূর্ণ করা হয় মূর্তির মুখাবয়ব, ডান হাত-সহ একাধিক অংশ। ঘটনার পিছনে থাকা দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করা যায়নি।

শনিবার বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার খবর ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামেন বাংলাদেশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতীদের যথোপযুক্ত শাস্তি দাবি করে লাগাতার সমালোচনার ঝড় ওঠে। 

কুষ্টিয়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে শহরের ব্যস্ত এলাকার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি মূর্তি স্থাপনের কাজ প্রায সম্পূর্ণ হতে চলেছিল। মিউনিসিপ্যালিটির তরফে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর একটি মূর্তির কাজ আমরা প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলাম। ওই মূর্তিটিকেই নিশানা করেছে দুষ্কৃতীরা।’

কুষ্টিয়ার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আমরা দুষ্কৃতীদের চিহ্নিত করেছি। দোষীদের দ্রুত কাঠগড়ায় তোলার ব্যবস্থা করা হচ্ছে।’

কুষ্টিয়ার ডেপুটি কমিশনার আসলাম হোসেন জানিয়েছেন, ‘বিজয়দিবসের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুরের ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। যারাই এর পিছনে থাক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার প্রতিবাদে শহরের রাস্তায় মানবশৃঙ্খল তৈরি করে বিক্ষোভ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। প্রতিবাদী সভায় দলের কুষ্টিয়া জেলার সভাপতি বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে যে, শুক্রবার নমাজের পরে একাধিক মসজিদে মূর্তি সরানোর উদ্দেশে প্ররোচনা দেওয়া হয়েছে।’

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.