বাংলা নিউজ > ঘরে বাইরে > আচমকা বাংলাদেশের বিমানের জরুরি অবতরণ পাটনায়, ছুটে এলেন এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা! কী ঘটেছিল?

আচমকা বাংলাদেশের বিমানের জরুরি অবতরণ পাটনায়, ছুটে এলেন এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা! কী ঘটেছিল?

আপৎকালীন অবতরণ বাংলাদেশের বিমানের।

এক প্রযুক্তিগত সমস্যার কারণে শুক্রবার বাংলাদেশের এক বিমান তড়িঘড়ি জরুরি অবতরণ করে পাটনা বিমানবন্দরে। চার ঘণ্টা সেখানে থাকার পর বিকেল ৪ টে নাগাদ বিমানটি রওনা হয় গন্তব্যের উদ্দেশে। পা

বাংলাদেশ থেকে কাঠমান্ডুগামী এক বিমানকে জরুরি অবতরণ করতে হল পাটনায়। বিবিসি ৩৭১ বিমানটিকে শুক্রবার পাটনাতে জরুরি অবতরণ করতে হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিমানের জরুরি অবতরণ হয়েছে বলে জানা যায়।

এক প্রযুক্তিগত সমস্যার কারণে শুক্রবার বাংলাদেশের এক বিমান তড়িঘড়ি জরুরি অবতরণ করে পাটনা বিমানবন্দরে। চার ঘণ্টা সেখানে থাকার পর বিকেল ৪ টে নাগাদ বিমানটি রওনা হয় গন্তব্যের উদ্দেশে। পাটনা এয়ারপোর্টের ডিরেক্টর অঞ্চল প্রকাশ জানিয়েছেন, ‘বোয়েইং ৭৩৮ এয়ারক্রাফ্ট ঢাকা থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল। সেখানে ৭৭ জন যাত্রী ছিলেন। একটি প্রযুক্তিগত কারণে বিমান ঘুরিয়ে দেওয়া হয় পাটনা বিমানবন্দরে। বিমানটি ল্যান্ড করেছে ১২.০১ মিনিটে, আর রওনা হয়েছে বিকেল ৪ টে নাগাদ। তার আগে ইঞ্জিনিয়াররা সেই বিমানের প্রযুক্তিগত দিকের মেরামতি করেন।’ জানা গিয়েছে, বিমান বাংলাদেশের ওই বিমানের বাঁ দিকের উইংয়ে একটি ক্ষতি দেখা যায়। সেখানে ফাটলের জেরেই বিমানের তড়িঘড়ি ল্যান্ডিং করতে হয়। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা বিমানটি পর্যবেক্ষণ করে ওই ত্রুটির খোংজ পেয়ে, তা সারাই করে দেন।

( বিয়ে বাড়ির ভোজের মাঝে হনুমানের ঝাঁকের তাণ্ডব! ঘটে গেল মর্মান্তিক কাণ্ড)

যতক্ষণ বিমানের সারাইয়ের কাজ হচ্ছিল, ততক্ষণ যাত্রীরা অপেক্ষা করছিলেন পাটনা বিমানবন্দরে। তারপর সারাই শেষে বিকেল ৪ টে নাগাদ বিমান রওনা দেয়। উল্লেখ্য, কিছুদিন আগেই নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই বিমানে ৭১ জন দুর্ঘটনার জেরে মারা যান। গত ১৫ জানুয়ারি, কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে রওনা হওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে যায়। জানা যায়, মানবিক কোনও ভুলের জন্য সেই দুর্ঘটনা ঘটেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন