বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা কল্পনা জারি আছে। এরই মাঝে অবশ্য সেনাবাহিনীতে বড় বদল আনা হল। শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনীর নিবাসেও সেই পরিবর্তন হল। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ১৬টি সেনা নিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হল নাম। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। (আরও পড়ুন: শুল্ক যুদ্ধে US-কে জমি ছাড়বে না কানাডা, লড়াই এবার ব্যবসায়ী বনাম অর্থনীতিবিদের)
আরও পড়ুন: 'মার্কিন মদে ১৫০% শুল্ক ভারতের', ফের একবার দিল্লিকে নিশানা ওয়াশিংটনের
জানা গিয়েছে, এই স্থাপনাগুলির নাম বদলের জন্যে ফাইল গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে। সেই মতো নাম পরিবর্তনের ফাইলে সই করেছেন ইউনুস। নাম বদল হওয় ১৬টি সেনা নিবাস বা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশেরই নাম শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে ছিল বলে দাবি করা হয়েছে। এমনকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা সেনানিবাসেরও নাম বদল করে দেওয়া হয়েছে। এদিকে নাম বদল হওয়া সেনা নিবাসগুলির একটি ছিল বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের নামে। (আরও পড়ুন: ভারত-বাংলাদেশে অনুদান নিয়ে ট্রাম্পের দাবির পর 'গোপন নথি' নষ্টের নির্দেশ USAID-এর)
আরও পড়ুন: মৃত ৩০, মান বাঁচাতে মিথ্যা বলে পাক সেনা? ট্রেন হাইজ্যাক কাণ্ডে বড় দাবি বালোচদের
রিপোর্টে জানানো হয়েছে, টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হয়েছে বরিশাল সেনানিবাস। শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হয়েছে পদ্মা সেনানিবাস। চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করা হয়েছে। চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখা হয়েছে। কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নামকরণ করা হয়েছে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ঢাকার বিজয় সরণিতে অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। (আরও পড়ুন: ভারতে স্টারলিংক ইন্টারনেট আনতে এয়ারটেলের পর স্পেসএক্সের সঙ্গে চুক্তি জিও-র)
এছাড়া শরিয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা করা হয়েছে। ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। বরিশালের লেবুখালির শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।