বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Army Chief: ‘বাংলাদেশ ভারতের স্বার্থবিরোধী কোনও কাজ করবে না, তবে...’ আরও কী বললেন পড়শি দেশের সেনাপ্রধান?

Bangladesh Army Chief: ‘বাংলাদেশ ভারতের স্বার্থবিরোধী কোনও কাজ করবে না, তবে...’ আরও কী বললেন পড়শি দেশের সেনাপ্রধান?

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। (REUTERS)

জামান বলেন, ‘আমরা ওদের (ভারতের) কাছ থেকে অনেক পণ্য কিনি। তাই, বাংলাদেশে যাতে স্থিরতা ফেরে, সেটা ভারত অবশ্যই চাইবে। এটা আসলে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক। এটা অবশ্যই ন্যায্যভাবে পালন করা উচিত। যদি কোনও দেশ, অন্য কোনও দেশের কাছ থেকে উপকৃত হতে চায়, তাতে কোনও সমস্য়া নেই।’

বাংলাদেশ বহু ক্ষেত্রেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর নির্ভরশীল। ভারত বাংলাদেশের 'গুরুত্বপূর্ণ প্রতিবেশী'। তাই, এমন কিছুই করা হবে না, যেটা ভারতের কূটনৈতিক কৌশলের পরিপন্থী। বাংলাদেশের বর্তমান অস্থিরতা এবং ক্রমশ বেড়ে চলা ভারত-বিরোধিতার আবহেই একথা বললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান!

বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলো-কে দেওয়া সাক্ষাৎকারে জামান বলেন, ভারত অবশ্যই বাংলাদেশে স্থিরতা আসার বিষয়ে আগ্রহী। এই দুই প্রতিবেশীর মধ্যে যে দেওয়া-নেওয়ার সম্পর্ক রয়েছে, তা অবশ্যই 'ন্যায্যভাবে রক্ষিত হওয়া দরকার'। প্রসঙ্গত, গত অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের সেনাপ্রধান।

প্রথম আলো-র অনলাইন পোর্টালে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে, বাংলাদেশের সেনাপ্রধান ভারত সম্পর্কে বলেছেন, ‘ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী। আমরা বহু ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের মাধ্যমে উপকৃত হয়। তাদের বহু নাগরিক বাংলাদেশে কাজ করেন - স্বীকৃতভাবে এবং অস্বীকৃতভাবে। এখান থেকে বহু মানুষ ভারতে চিকিৎসা করাতে যান।’

জামান এই সাক্ষাৎকারে আরও বলেন, 'আমরা ওদের কাছ থেকে অনেক পণ্য কিনি। তাই, বাংলাদেশে যাতে স্থিরতা ফেরে, সেটা ভারত অবশ্যই চাইবে। এটা আসলে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক। এটা অবশ্যই ন্যায্যভাবে পালন করা উচিত। যদি কোনও দেশ, অন্য কোনও দেশের কাছ থেকে উপকৃত হতে চায়, তাতে কোনও সমস্য়া নেই।'

এই প্রেক্ষিতেই জামানকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ভারতের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর-পূর্বে রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সহযোগিতা কেমন হবে? যার উত্তরে তিনি বলেন, বাংলাদেশ 'তার প্রতিবেশীর সঙ্গে এমন কিছুই করবে না, যা তার কৌশলগত স্বার্থের পরিপন্থী'।

এরই পাশাপাশি জামান বলেন, ‘একইসঙ্গে, আমরাও এটা আশা করি যে আমাদের প্রতিবেশী এমন কোনও পদক্ষেপ করবে না, যা আমাদের স্বার্থের পরিপন্থী। আমরা যদি তাদের স্বার্থ রক্ষা করে চলি, তাহলে তাদেরও সমান গুরুত্ব সহকারে আমাদের স্বার্থরক্ষা করতে হবে।’

ঘটনা হল, শেখ হাসিনার আমলে সেই সমস্ত ভারত-বিরোধী শক্তি, যারা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তি ছড়ানোর জন্য বাংলাদেশে ঘাঁটি গেড়েছিল, তাদের বিরুদ্ধে প্রবল দমননীতি গ্রহণ করেছিল তৎকালীন সরকার। কিন্তু, পূর্বের ইতিহাস বলছে, আগের সরকারগুলির আমলে ঢাকার গুপ্তচর বিভাগ এই সন্ত্রবাদীদেরই মদত দিয়েছে।

 

 

পরবর্তী খবর

Latest News

অপরাজিতা বিলে স্বাক্ষর করছেন না কেন? জবাব পেতে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূলের গরুকে কখনও খাওয়াবেন না এই ৫টি জিনিস, পুণ্য অর্জনের তাগিদে এই মহাপাপ ভুলেও নয় শুক্র মীন রাশিতে অস্ত যাবে, এই ৫ রাশির জীবনে আসবে ঝড়, ভাঙতে পারে সম্পর্ক আমি যে সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, নতুনদের সঙ্গে যেন তা না হয়: সৌরভ দাস ১৪ ফেব্রুয়ারি ডিনারে বিশেষ সঙ্গী, কীভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন শোলাঙ্কি? ‘আপনি কি ‘প্রিয় বন্ধু’কে সীমান্তে জমি উপহার দিয়েছেন’, মোদীকে প্রশ্ন খাড়গের 'আরও এক স্বপ্নপূরণ', ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রে সাঁতার কাটলেন কৌশানি! কোথায়? বউ ক্যাটরিনা সম্পর্কে এসব কী বলছেন ভিকি! লোকপুর বিস্ফোরণে NIA আদালতে দোষী সাব্যস্ত তৃণমূল কর্মী বাবলু মণ্ডল টার্গেট আওয়ামি পন্থীদের মনোবল ভাঙা?মুজিব-স্মৃতি বিজড়িত আরও এক ঠিকানায় হানার ছক!

IPL 2025 News in Bangla

এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.