কোথাও কোনও সংখ্যালঘু শ্রেণির মানুষের উপরে হামলা চালানো হয়েছে? ভাঙচুর করা হয়েছে সংখ্যালঘুদের উপাসনালয়? তাহলে কোন নম্বরে ফোন করবেন, সেই তালিকা দিল বাংলাদেশ সেনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরই ভারতের পড়শি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাঁদের উপাসনালয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। কেউ-কেউ সোশ্যাল মিডিয়ায় লাইভও করেছেন। সেই পরিস্থিতিতে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে জেলায়-জেলায় হেল্পলাইন নম্বর চালু করল বাংলাদেশ সেনা। কোন জেলায় বিপদে পড়লে কাকে ফোন করতে হবে, তা দেখে নিন।
দিনাজপুরে কোন নম্বরে ফোন করতে হবে?
১) লেফটেন্যান্ট কর্নেল রৌশানউল ইসলাম: 01769682454
ময়মনসিংয়ে কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন ফয়জল: 01769208174
সিরাজগঞ্জে কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন সুদীপ্ত: 01769510524
রামপুরায় কোন নম্বরে ফোন করতে হবে?
১) রেহাঙ্গির আল শহিদ: 01769053150
রংপুরে কোন কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন আশরাফ: 01615332446
২) ক্যাপ্টেন মারিজ: 01745207469
কিশোরগঞ্জে কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন রাইহান: 01769202354
২) অ্যাডজুট্যান্ট: 01769202366
যশোর কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন সাব্বির: 01886-910514
রাজবাড়িতে কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন ইনাম: 01795-615950
ঢাকায় (যাত্রাবাড়ি) কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন হেমেল: 01766162077।
উত্তরা, এয়ারপোর্ট, দিয়াবাড়িতে কোন নম্বরে ফোন করতে হবে?
১) সিও: 01769024280
২) অ্যাডজুট্যান্ট: 01769024284
৩) ক্যাপ্টেন সাজ্জাদ (পারভেজ): 01769510457
কক্সবাজারে কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন মুজতাহিদ: 01769119988
ঠাকুরগাঁওতে কোন নম্বরে ফোন করতে হবে?
১) লেফটেন্যান্ট ফয়জ: 01769510866
২) ক্যাপ্টেন মোহতাশিম: 01769009855
মীরপুর এলাকায় কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন মেহমুদ: 01833585736, 01769024256
২) অ্যাডজুট্যান্ট: 01769024254
ঢাকায় কোন কোন নম্বরে ফোন করতে হবে?
১) ক্যাপ্টেন সৈকত: 017 6951 0515 (মহম্মদমপুর)।
২) ক্যাপ্টেন রিদনান সালেহ: +880 16 4196 8237 (মহম্মদমপুর)।
৩) ক্যাপ্টেন আশিক: +880 17 3899 8458 (সেগুনবাগিচা)।
৪) ক্যাপ্টেন আব্রার: +880 17 4156 9832 (উত্তরা)।
৫) ক্যাপ্টেন আতাহার ইশতিয়াক: +880 17 6951 1144 (মীরপুর)।
৬) ক্যাপ্টেন জারাফ: 01708375371 (স্টেডিয়াম, পল্টন)।
৭) ক্যাপ্টেন নাসিফ: +880 17 6951 0803 (বারিধারা)।
৮) লেফটেন্যান্ট ইমরুল ৮১: +880 17 0526 0019 (আগারগাঁও)।
৯) অ্যাডজুট্যান্ট ২১ ইঞ্জিনিয়ারস ব্যাটেলিয়ন: 01769013094 (গুলশন বা বনানী)।
১০) ক্যাপ্টেন শিহাব: 017 6604 7323 (মতিঝিল)।