বাংলা নিউজ > ঘরে বাইরে > যেন বিষাক্ত বায়ুর চেম্বার! পরপর ২ বার বিশ্বের সবথেকে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ

যেন বিষাক্ত বায়ুর চেম্বার! পরপর ২ বার বিশ্বের সবথেকে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ

ধুলোয় ডেকেছে বাংলাদেশের রাস্তা। (ছবি সৌজন্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডয়চে ভেলে)

২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ৷

বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ৷ ২০২০ সালেও বাংলাদেশ এই তালিকায় শীর্ষে ছিল৷ আর ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর ছিল ভারতের নয়াদিল্লি৷ এর পরেই আছে ঢাকা৷

‘২০২১ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১১৭টি দেশের ৬,৪৭৫টি শহরের তথ্য প্রকাশ করা হয়েছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এক ঘনমিটার বাতাসে বছরে পিএম২.৫-এর (বায়ুবাহিত ছোট ও বিপজ্জনক পার্টিকল) উপস্থিতির গড় পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়৷ কিন্তু আইকিউএয়ারের রিপোর্ট বলছে, বাংলাদেশের বাতাসে পিএম২.৫-এর উপস্থিতির গড় ছিল ৭৬.৯৷ এরপরেই আছে আফ্রিকার দেশ চাড (৭৫.৯)৷ পাকিস্তান (৬৬.৮) ও ভারত (৫৮.১) আছে তিন ও পাঁচ নম্বরে৷ এই তালিকায় জার্মানির অবস্থান ৮৯ নম্বরে (১০.৬)৷

আইকিউএয়ার জানিয়েছে, ২০২১ সালে কোনও দেশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করে দেওয়া মানের (পাঁচ মাইক্রোগ্রামের কম পিএম২.৫) বাতাস ছিল না৷ তবে তিনটি শহর বা অঞ্চলে সেই মানের বাতাস পাওয়া গেছে৷ সেগুলো হলো ফ্রান্সের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়া (৩.৮), ইউএস ভার্জিন আইল্যান্ডস (৪.৫) এবং পুয়ের্টো রিকো (৪.৮)৷

রাজধানীর তালিকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর হয়েছে ভারতের নয়াদিল্লি (৮৫)৷ আগের বছরের তালিকাতেও দিল্লি শীর্ষে ছিল৷ তালিকার দু'নম্বরে আছে ঢাকা (৭৮.১)৷ ছয় নম্বরে আছে নেপালের কাঠমাণ্ডু (৫০.৯), ১১ নম্বরে পাকিস্তানের ইসলামাবাদ (৪১.১) এবং ১৬ নম্বরে আছে চীনের বেজিং (৩৪.৪)৷ আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে ভারতের রাজস্থানের ভিওয়াড়ি (১০৬.২) ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (১০২)৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন