রাজনৈতিক কারণে বাংলাদেশের সরকার যতই ভারতকে তুলোধোনা করুক না, পেটের দায়ে সেই ভারতের মুখাপেক্ষিই হতে হবে তাদের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাম্প্রতিকতম মন্তব্য থেকে তা আরও একবার স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে মহম্মদ ইউনুস বলেন, 'বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে।' (আরও পড়ুন: ভারতের রফতানির ওপর কতটা প্রভাব ফেলবে মার্কিন শুল্ক? রিপোর্ট প্রকাশ SBI-এর)
আরও পড়ুন: 'রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী' করতে $২৯ মিলিয়ন দেবে না US, প্রভাব পড়বে বাংলাদেশে?
আরও পড়ুন: ইনফোসিসের শতাধিক ফ্রেশার ছাঁটাইয়ের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কেন্দ্র
ইউনুস বলেন, 'ভারতের সেভেন সিস্টারের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দরে ভারত পণ্য আনা-নেওয়া করতে পারবে। তাতে তারাও আমাদের পণ্য আমদানি-রফতানি করবে। এই সুযোগ পেলে তারা আনন্দিত হবে। তাদের ব্যবসার সঙ্গে আমাদেরও ব্যবসা সমৃদ্ধ হবে।' উল্লেখ্য, এর আগে ক্ষমতায় আসার সময় ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে কার্যত হুমকি দিয়েছিলেন ইউনুস। তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল রত চায়, তাহলে তাদের ভোলা উচিত না, ওদেরও সেভেন সিস্টার্স আছে। এরপরে আবার ইউনুসের সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে বাংলাদেশের মানচিত্রের অধীনে সেভেন সিস্টার্সকে অন্তর্গত করেছিলেন। তবে এবার ইউনুসের সুর 'বদল' হচ্ছে। (আরও পড়ুন: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কবে চূড়ান্ত হবে? বড় দাবি করলেন পীযূষ গোয়েল)
আরও পড়ুন: উরি হামলার পর থেকে বন্ধ, ভারতের কাছে সার্ক বৈঠকের পক্ষে সওয়াল বাংলাদেশের
চাল, পেঁয়াজের মতো প্রয়োজনীয় পণ্যের জন্যে এখনও সেই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। অপরদিকে সম্প্রতি আবার বিদ্যুতের জন্যে আদানির কাছে নতুন করে 'আবদার' করেছিল ঢাকা। হাসিনা জমানায় আদানির বিদ্যুৎ চুক্তি না মানতে আদালতে মামলা হয়েছিল বাংলাদেশে। তবে গরমকাল আসতেই বাংলাদেশের বধোদয় হয়েছে। তারা আদানির কাছে পুরো বিদ্যুতের আবেদন করেছে। এর আগে বকেয়া না মেটানোয় আর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। এর আগে যদিও বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্যে প্রাথমিক ভাবে অনীহা প্রকাশ করেছিল বাংলাদেশ। তা সে ইলিশ রফতানি থেকে শুরু করে আদানি থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে। তবে ক্রমেই যেন 'পথে ফিরছে' ঢাকা। কারণ ইউনুস গত ৬ মাস ধরে সরকার চালালেও বাংলাদেশের অর্থনীতির হাল ফেরেনি। দুর্ভোগ কমেনি সেই দেশের সাধারণ মানুষের।