Yunus on Joint Economy with India: 'প্রক্রিয়া শুরু হয়েছে', যৌথ অর্থনীতি গড়ে তুলতে ভারতের হাত ধরার বড় বার্তা ইউনুস
Updated: 17 Feb 2025, 06:05 AM ISTক্ষমতায় এসেই বাংলাদেশকে নতুন দিশা দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন ইউনুস। তবে তাঁর আমলে বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনও উন্নতি ঘটেনি। বরং সেই দেশের সাধারণ মানুষের পকেটে আগুনের আঁচ যেন ক্রমেই আরও তীব্র হচ্ছে। এই আবহে এবার ভারতের হাত ধরার বার্তা ইউনুসের গলায়।
পরবর্তী ফটো গ্যালারি