এবার ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। ভারত বিরোধী এই নেতা আজ বললেন, 'শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করছে। পড়শি দেশ থেকে একটা অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছেন তিনি (শেখ হাসিনা)। তাঁকে সমর্থন করছেন ভারতের নীতিনির্ধারকেরা। এটা অদ্ভুত ব্যাপার। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ংকর রকমের হস্তক্ষেপ।' (আরও পড়ুন: ইউনুসের দাবি খণ্ডন জামাতের, বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে শুরু হবে 'বিতর্ক'?)
আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্টের তুলনায় কত নম্বরে ভারত? বাংলাদেশ-পাকিস্তান আছে কততে?
এদিকে রিজভির আরও বক্তব্য, 'আমার অবাক লাগে, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানকার গণমাধ্যম ও কিছু সাংবাদিক এমন শেখ হাসিনার মতো করে নির্লজ্জের মতো বয়ান তৈরি করছে। মনে হচ্ছে, অনেক দিনের যে গুপ্তধন বাংলাদেশে তারা সঞ্চয় করেছিল, সেই গুপ্তধন যেন হাতছাড়া হয়ে গেছে।' রিজভি অভিযোগ করেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নাকি সহ্য করতে পারছে না ভারতের শীর্ষ নেতৃত্ব। (আরও পড়ুন: তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ৩ সন্তান,কাকে দিল্লির পরবর্তী CM করতে পারে BJP?)
আরও পড়ুন: কেজরিওয়ালের কাছেই হেরেছিলেন মা শীলা, নিজে না জিতেও 'বদলা' নিলেন সন্দীপ দীক্ষিত
এদিকে এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিঞাঁ গোলাম পরওয়ার আজ অন্য একটি অনুষ্ঠান থেকে হাসিনা ইস্যুতে ভারতকে তোপ দাগেন। তিনি বললেন, 'হাসিনা ভারতে বসে ভারতের তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বারবার উসকানি দিচ্ছেন। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলছেন, হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। এটা অসত্য কথা। মুখপাত্রের এই বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনও মিল নেই। ভারতের চরম সম্প্রদায়িক একটি রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপির শাসকগোষ্ঠী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে নৈরাজ্য সৃষ্টি করে হাসিনাকে আবার এ দেশে আনার ষড়যন্ত্র করছে।' (আরও পড়ুন: বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, এবার কী করতে চায় ইউনুস সরকার?)
আরও পড়ুন: পদ্মপাঁকে ডুবল কেজরিওয়ালের ঝাড়ু, কোন ৫ কারণে দিল্লি জয় সম্ভব হল বিজেপির?
আরও পড়ুন: দিল্লির প্রভাব কি পড়বে বাংলায়? ছাব্বিশের ভোটে TMC-র আসন সংখ্যা বলে দিলেন কুণাল
এদিকে আজ ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি এই নিয়ে বলেন, 'আওয়ামি লিগ এবং স্বৈরাচারী গুমের জননী চাইছেন বাংলাদেশের ন্যারেটিভ বদলে দিতে চাইছে। তাঁরা বলছেন তিন হাজার পুলিশ মারা গেছে বাংলাদেশকে। তাঁদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার খরচ করছে এর জন্যে।'