বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বারবার 'ভারতপন্থী' হওয়ার অভিযোগ এনেছে বাংলাদেশের একাংশ। এই আবহে এবার বাংলাদেশি সংবাদপত্র 'দৈনিক আমার দেশ'-এর সম্পাদক মাহমুদুর রহমান দাবি করলেন, 'ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করবে ভারত।' তাঁর অভিযোগ, 'ভারত আবার সুযোগের সন্ধান করছে'। চট্টগ্রামে এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, '২০১০ সালে শেখ হাসিনা আমাকে এক বছর জেলে রেখেছিল। আমার সংবাদপত্রও বন্ধ ছিল বেশ কিছু দিন। তখন আমার মনে হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের পক্ষে সম্মান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। ওই ঐক্য গঠনে নেতৃত্ব দেবে আলেম সমাজ।' (আরও পড়ুন: ফের সংখ্যালঘু রক্ত ঝরল বাংলাদেশে, হিন্দু পড়ুয়াকে নৃশংস ভাবে খুন খুলনায়)
আরও পড়ুন: প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হল বাংলাদেশি তরুণীকে, দেহ মিলল কর্ণাটকের লেকের পাশে
এরপর মাহমুদুর রহমন আরও বলেন, 'যদি আলেম সমাজের মধ্যে ঐক্য গড়া যায়, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা রক্ষা করা সম্ভব হবে। নয়ত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। তাই ২০১০ সালেই জেলে থেকে বেরিয়ে এসে সংকল্প করেছিলাম, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবই। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর এদের মধ্যে ঐক্য আনার জন্য আমি কাজ করেছি। দীর্ঘ আন্দোলন, সর্বশেষ অভ্যুত্থানের পর আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আলেম ঐক্যের কারণে।' (আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, ইউক্রেনের তলা থেকে মই টেনে নিল আমেরিকা)
উল্লেখ্য, বিগত দিনে বাংলাদেশে ক্রমেই ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়া হচ্ছে মৌলবাদের আকারে। এরই সঙ্গে সেখানে জল্পনা তৈরি হয়েছে, ভারত নাকি বাংলাদেশকে বিভক্ত করতে চায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানান ধরনের পোস্ট করা হয়েছে। তাতে একেক সময় দাবি করা হয়েছে, চট্টগ্রাম এবং রংপুর ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে আলাদা করার ছক কষা হচ্ছে। যদিও এই সব ষড়যন্ত্রের তত্ত্বের কোনও ভিত্তি নেই। তবে এই সবের সাহায্যে বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ আরও বেশি করে বপণ করা হচ্ছে। সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপটেও ভারত বিরোধিতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই আবহে রাজনৈতিক কারণেও অনেকেই আলটপকা মন্তব্য করে বসছেন ভারতকে নিয়ে। এমনকী সরকারে থাকা কর্তারাও বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য বা পোস্ট করেছেন ভারতের বিরুদ্ধে। মাহফুজ আলম ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপূর্বের রাজ্যগুলিকে ভেঙে বাংলাদেশে যোগ করার কথা বলে একটি ফেসবুক পোস্ট করেছিলেন। পরে অবশ্য তিনি তা মুছে দিয়েছিলেন। তবে সরকারের উপদেষ্টা পদে থাকা এক ব্যক্তি এহেন পোস্ট করায় তা নিয়ে শোরগোল পড়েছিল।