আজ মহাষষ্ঠী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠল মানুষজন। শুধু বাংলায় নয় বাংলাদেশেও। এখন পদ্মাপারে অন্তর্বর্তী সরকার। অধ্যাপক মহম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন তিনিই দায়িত্ব সামলাচ্ছেন। ইতিমধ্যেই ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ এসেছে এপারে। তা নিয়ে ভারত সরকার বার্তাও দিয়েছে। এই আবহে এবার বাংলাদেশে ৩১ হাজার ৪৬১ মন্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিককে দুর্গাপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
আজ এক্স হ্যান্ডেলে সেই শুভেচ্ছা বার্তা তুলে ধরা হচ্ছে। আজ বুধবার মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের দুর্গাপুজো। আগামীকাল বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। তারপর শুক্রবার মহাষ্টমী ও মহানবমী। এবার একসঙ্গে পড়েছে। আর ১২ অক্টোবর শনিবার বিজয় দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপুজো। তা হবে বাংলায় এবং বাংলাদেশেও। দুর্গাপুজো নিয়েও সেখানে আগে বিতর্ক দেখা দিয়েছিল বলে খবর। তবে সেসব কাটিয়ে চলছে দুর্গাপুজো। এই আবহে অধ্যাপক তথা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস লেখেন, ‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে উঠলেও অশান্তি যে একেবারে থেমে গিয়েছে তা নয়। তাই আজও হিন্দু সম্প্রদায়ের মানুষজন কাঁটাতার পেরিয়ে এপারে আসার আপ্রাণ চেষ্টা করছেন। সেখানে বাংলাদেশে দুর্গাপুজো নির্বিঘ্নে হচ্ছে? উঠছে প্রশ্ন। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে, ‘দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয়া দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।’
আরও পড়ুন: ‘আমার মন মেজাজ ভাল নেই’, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ
এছাড়া দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাংলাদেশ সেনাবাহিনী রাখা হয়েছে। নৌবাহিনী, বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নানা জায়গায় মোতায়েন করা হয়েছে। দুর্গাপুজোর সময় কোনও খারাপ ঘটনা ঘটলে তা সরাসরি দায় বর্তাবে অন্তর্বর্তী সরকারের উপর। তাই মহম্মদ ইউনুস লেখেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম–বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি।’