জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। এরই মাঝে অবশ্য বিএনপি সাফ কথায় জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না তারা। এই আবহে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল এখন বিএনপি। এই আবহে বিএনপি চেয়েছিল, হাসিনার পতনের পরে অতি শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে মহম্মদ ইউনুস এর মধ্যে ভোট করাবেন না। এই আবহে বিএনপির সঙ্গে ইতিমধ্যেই বিরোধ সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের। (আরও পড়ুন: চালের দাম বেড়েছে কেজিতে ৭-১০ টাকা, খিদে মেটাতে ভারতের দিকেই তাকিয়ে বাংলাদেশ)
আরও পড়ুন: তিরুপতিতে কেন পদপিষ্ট হয়ে মৃত ৬? সামনে এল কারণ, 'ফাঁক ছিল', মানল TTD
সম্প্রতি বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। তখনও ইউনুস স্থানীয় নির্বাচন করানোর কথা ঘোষণা করেননি। সেই সময়ই বিএনপি জানিয়ে দিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন করানোর এক্তিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। এরই সঙ্গে বিএনপির দাবি ছিল, জুলাই গণ্য-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ১৬ বছরের লড়াইকেও অন্তর্ভুক্ত করতে হবে। (আরও পড়ুন: পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় এবার US সুপ্রিম কোর্টে ট্রাম্প, স্বস্তি কি পাবেন?)
আরও পড়ুন: গ্রিনল্যান্ড 'কিনতে চান' ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিদেশ সচিব বলে দিলেন...
এরই পরে ইউনুস জানিয়ে দেন, তাঁদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকের সময় এই কথা বলেন ইউনুস। উল্লেখ্য, হাসিনার বিদায়ের পরে বহু জায়গায় আওয়ামি লিগ নেতারা পালিয়েছেন। এর আগে স্থানীয় স্তরে প্রায় সর্বত্রই জনপ্রতিনিধিরা আওয়ামি লিগেরই ছিলেন। এহেন পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের ১২টি সিটি কর্পোরেশেনর মেয়র-কাউন্সিলর, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। এই আবহে বর্তমানে অধিকাংশ জায়গাই জনপ্রতিনিধিহীন। এই আবহে স্থানীয় সরকারের সেবা বিঘ্নিত হচ্ছে। এই যুক্তি দেখিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন করার কথা বলছেন ইউনুস। (আরও পড়ুন: মণিপুরে কি সত্যিই স্টারলিঙ্কের যন্ত্র ব্যবহার করা হয়েছিল? তদন্ত শুরু কেন্দ্রের)
এরই মাঝে আবার গতকালই বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলে বলেন, 'আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। নতুন নতুন দল আসতে কোনও বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে, তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে, তারপর নির্বাচন- এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনও স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন। আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে।' এরপর তিনি আরও বলেন, 'প্রফেসর ইউনুস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে প্রফেসর ইউনুসকে বিতর্কিত করতে চাইছে।'
বর্তমানে বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া ১১টি সিটি কর্পোরশেন, ৩৩১টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ ও সবগুলো জেলা পরিষদই জনপ্রতিনিধিশূন্য। এছাড়া চার হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক।