বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Flood: বন্যাদুর্গত সিলেটের অবস্থা কতটা খারাপ? আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী হাসিনা

Bangladesh Flood: বন্যাদুর্গত সিলেটের অবস্থা কতটা খারাপ? আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী হাসিনা

বন্যায় ধুঁকছে বাংলাদেশের সিলেট। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Bangladesh Flood: অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে দুর্দশায় পড়েছে প্রায় অর্ধ কোটির মতো মানুষ৷ হেলিকপ্টার থেকে নেত্রকোণা, সুনামগঞ্জ এবং সিলেটের পরিস্থিতি দেখেন৷

বন্যা কবলিত এলাকা এবং বন্যার্ত মানুষের দুর্দশা দেখতে সিলেটে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার সকালে হেলিকপ্টার থেকে নেত্রকোণা, সুনামগঞ্জ এবং সিলেটের পরিস্থিতি দেখেন৷

পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী৷

বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজি সিং জানান৷

আরও পড়ুন: Bangladesh Flood: বাংলাদেশের সব প্রধান নদ-নদীতে বাড়ছে জলস্তর, বন্যার মধ্যেই কাটছে না উদ্বেগ

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেবজি সিং বলেন, ‘কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন৷ দুপুর ১টা পর্যন্ত তিনি সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন৷’

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরে আসার পর সার্কিট হাউজে আসবেন৷ সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন৷’

অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে দুর্দশায় পড়েছে প্রায় অর্ধ কোটির মতো মানুষ৷

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বন্যা পরিস্থিতির খবর তিনি নিয়মিত রাখছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি তার সরকারের রয়েছে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান-বাহিনী থেকে শুরু করে আমাদের অন্য সব প্রতিষ্ঠানকে আমি মানুষকে উদ্ধার করা, তাদের ত্রাণ দেওয়া … সব ব্যবস্থা আমরা নিয়েছি৷’

আরও পড়ুন: Bangladesh Flood: '১২২ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা', জলমগ্ন বাংলাদেশে মৃত ২৫, ক্ষতিগ্রস্ত ৪০ লাখ!

‘সেইসঙ্গে আমাদের দলের যারা - আওয়ামী লিগ, ছাত্রলিগ, যুবলিগ, স্বেচ্ছাসেবক লিগ, প্রত্যেক নেতাকর্মী, বিভিন্ন এলাকায় তারাও সহযোগিতা করছেন৷ খাবার বিতরণ থেকে শুরু করে উদ্ধার কাজে ব্যবস্থা নিচ্ছেন৷ তাছাড়া স্যালাইনের ব্যবস্থা, জলের ব্যবস্থা-সহ অন্যান্য যা যা দরকার হতে পারে, তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি৷’

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।

বন্ধ করুন