বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মিথ্যে প্রচার! হিংসায় মৃত্যু ২ হিন্দুর, ভাঙেনি কোনও মন্দির', দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর

'মিথ্যে প্রচার! হিংসায় মৃত্যু ২ হিন্দুর, ভাঙেনি কোনও মন্দির', দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ (ফাইল ছবি রয়টার্স) (REUTERS)

হিংসার ঘটনাকে খানিকটা লঘু করে দেখাতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন দাবি করেন যে সেদেশের সাম্প্রতিক হিংসায় সেদেশে কোনও মন্দির ভাঙা হয়নি।

বাংলাদেশের হিংসা নিয়ে ভুল প্রচার চলছে। এমনই দাবি করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন। হিংসার ঘটনাকে খানিকটা লঘু করে দেখাতে তিনি দাবি করেন যে সেদেশের সাম্প্রতিক হিংসায় মৃত্যু হয়েছে মাত্র ২ জন হিন্দুর। তাছাড়া যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা মুসলিম ও তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে বলে দাবি করেন মোমেন।

বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন বিবৃতি প্রকাশ করে দাবি করেন, 'যত প্রচার চলছে তা ঠিক না। দেশে সাম্প্রতিক হিংসার ঘটনায় মাত্র ৬ জন মারা গিয়েছে, তাদের মধ্যে ৪ জন মুসলমান। পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে। বাকি দুই জন মৃত হিন্দু, তাদের মধ্যে একজনের মৃত্যু স্বাভাবিক। সে পুকুরে ঝাঁপ দিয়েছিল। কোনও ধর্ষণ হয়নি, কোনও মন্দির ভাঙেনি। যদিও দেবীর মূর্তি ভাঙা হয়েছিল। এই হিংসা দুর্ভাগ্যজনক এবং তা হওয়া উচিত ছিল না, তবে সরকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। যে ২০টি বাড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সরকার তা পুননির্মাণ করে দিয়েছে। তবে কোনও কোনও ব্যক্তি ও মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তা করা হচ্ছে।'

বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে। এই তথ্য মনে করিয়ে দিয়ে মোমেন বলেন, 'এটা উল্লেখ করা উচিত যে গত কয়েক বছরে বাংলাদেশে পুজোমণ্ডপের সংখ্যা বেড়েছে অনেকটাই। সরকার প্রতিটি পুজো কমিটিকে অর্থ সাহায্যও করে।'

হিংসার ঘটনা প্রসঙ্গে মোমেন বলেন, 'কোনও এক মাদকাশক্ত ব্যক্তি পবিত্র কোরান এক মূর্তির পাদদেশে রেখে আসে। সেই সময় কোনও ব্যক্তি, ভক্ত বা পুজো সংগঠক সেখানে ছিলেন না। সেই মাদকাশক্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। তা থেকেই হিংসা ছড়ায়। প্রশাসন এই ঘটনার তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেবে। সরকার ন্যায় করতে বদ্ধপরিকর। ধর্ম ও বিশ্বাস নির্বিশেষে সরকার সকলকে রক্ষা করবে।'

পরবর্তী খবর

Latest News

থাকবেন CM, সুর 'নরম' করেও মানা হল না সব 'শর্ত', ফের ডাক্তারদের চিঠি নবান্নের ‘‌ইহা পে আরজি কর হো জায়েগা’‌, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি মদ খেয়ে ডিউটি করলে কঠোরতম শাস্তি, পুলিশ, সিভিক, জিআরপির জন্য কড়া নির্দেশিকা লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্পানি উত্তরবঙ্গ লবির কর্তা নাকি প্রধান বিচারপতির ‘আত্মীয়’! দাবি করে গ্রেফতার যুবক ৭৮ এই থামল কণ্ঠ, না ফেরার দেশে দূরদর্শন-আকাশবাণীর সংবাদ পাঠিকা ছন্দা সেন মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়? কলম্বিয়ার বিরুদ্ধে হার, মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে সপাটে ‘চড়’ এমি মার্টিনেজের! কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা আরজি কর আবহেই সবুজ ঝড়, তৃণমূলের দখলে আরও একটি সমবায় সমিতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.