আজ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জমায়েতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলের দিকে তাঁদের 'ইউনিটি মিছিল' করার কথা ঢাকার প্রাণকেন্দ্রে। এই আবহে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শহিদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে অনেকে। আর তেমনই সময়ে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে পা রাখলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জানা গিয়েছে, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই ভারতীয় হাইকমিশনে গিয়েছিলেন ইউনুস। (আরও পড়ুন: তরতরিয়ে বাড়ল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ভারতের পকেটে লাগল 'আগুন')
আরও পড়ুন: ২১ দিনের যাত্রায় ৩ ছাগল খাওয়া জিনাত ছুঁচ্ছে না মাংস, এখন কী খাচ্ছে সে?
আরও পড়ুন: জানুয়ারিতেই ইয়েমেনে ফাঁসি হতে পারে কেরলের নার্স নিমিশা প্রিয়ার! ভারত সরকার বলল…
আজ বাংলাদেশি সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতীয় হাইকমিশনে পৌঁছেছিলেন ইউনুস। সেখানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমাক বর্মার সঙ্গে দেখা হয় তাঁর। প্রণয় বর্মার সঙ্গে তাঁর কথাবার্তাও হয় সেখানে। মনমোহন সিংকে নিজের 'বন্ধু' আখ্যা দিয়ে ইউনুস বলেন, ভারতকে বিশ্ব অর্থনীতির বড় খেলোয়াড়ে পরিণত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন মনমোহন সিং। পাশাপাশি তিনি মনমোহনের জীবন নিয়ে বলেন, 'তিনি কত সাদামাটা ছিলেন। সঙ্গে কত জ্ঞানী ছিলেন।' এদিকে ভারতীয় হাইকমিশনের বইয়ে শোকবার্তা লেখেন ইউনুস। এরই সঙ্গে মনমোহন সিংয়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনুস। (আরও পড়ুন: 'ওর কম্পিউটার…', OpenAI-এর 'পর্দা ফাঁস' করা বালাজির মৃত্যু নিয়ে বিস্ফোরক বাবা-মা)
আরও পড়ুন: থামছেই না বিতর্ক! এবার দাদা অভিজিৎকে তীব্র ভাষায় আক্রমণ প্রণবকন্যার, বললেন…
আরও পড়ুন: কবে 'টেক মল' হিসেবে আত্মপ্রকাশ ঘটছে 'দ্য স্টেটসম্যান হাউজের'? সামনে নয়া আপডেট
এর আগে মনমোহনের প্রয়াণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে শোকবার্তা পাঠিয়েছিলেন ইউনুস। সেখানেও তিনি মনমোহনকে 'প্রকৃত রাষ্ট্রনায়ক' হিসাবে বর্ণনা করেছিলেন। উল্লেখ্য, দুই অর্থনীতির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল। ২০০৬ সালে ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পর নাকি মনমোহন সিং তাঁকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। ইউনুস সেই কথারও উল্লেখ করেছিলেন নিজের চিঠিতে। ২০০৭ ও ২০০৯-এ মনমোহন সিংহ সরকারের আমন্ত্রণে দিল্লি সফরেও এসেছিলেন ইউনুস। ভারতের সংসদে 'অধ্যাপক হীরেন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা' দিয়েছিলেন ইউনুস। ইউনুস আরও লিখেছিলেন, 'প্রয়াত মনমোহন সিং শুধু ভারত নয়, আঞ্চলিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রেখেছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে শান্তি, প্রগতিতে মনমোহন বিশেষ ভূমিকা রেখেছিলেন।'