বাংলাদেশে দুর্গাপুজো হলেও সেখানে নানা অশান্তির খবর মিলেছে। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে হিন্দুদের উপর নানা আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। এই অভিযোগ ওঠার পর থেকেই ভারত সরকার বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কানেও পৌঁছেছে। তারপরই ওই সরকারের পক্ষ থেকে এবার বার্তা দেওয়া হল। যা বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে থাকা হিন্দুদের এতদিন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে বলে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মেহমুদ সজীব ভূঁইয়া। এবার তার পরিবর্তন হবে বলে দাবি তাঁর। সুতরাং গোটা বিষয়টি আগের হাসিনা সরকারের উপর চাপিয়ে দিলেন তিনি।
কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন যখন রক্তক্ষয়ী হয়ে ওঠে তখন শেখ হাসিনার সরকারের পতন হয়। তার পর থেকেই বাংলাদেশে নানা এলাকায় হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। হিন্দুদের মারধর, বাড়িতে ভাঙচুর, লুঠপাট এবং তাঁদের নানা জিনিসপত্রে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। এমনকী হিন্দুদের নানা মন্দিরে হামলা করা হচ্ছে বলে অভিযোগ। দুর্গাপুজোর আগে একাধিক এলাকায় প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই আবহে আসিফ মেহমুদ বলেন, ‘বাংলাদেশে থাকা হিন্দুদের এতদিন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। কিন্তু এবার আর তা হবে না। হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না।’ এই বার্তা ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বন্ধ চা–বাগানগুলিও মেতে উঠল দুর্গাপুজোয়, রাজ্যের অনুদানে উৎসবে ফেরেন শ্রমিকরা
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হওয়ায় বেশিরভাগ হিন্দুরা কাঁটাতার পেরিয়ে এপার বাংলায় আসার চেষ্টা করেন। যদিও তা আটকানো গিয়েছে। অনেকে এপার বাংলার সরকারের সঙ্গে যোগাযোগ করেন আসার জন্য। সেখানে অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বাস্তবের সঙ্গে মিলছে না। শুক্রবার খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে তাঁর বক্তব্য, ‘ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আগেও বিভিন্ন দল তাদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করেছে। আর রাজনৈতিক ফায়দা তুলেছে। কিন্তু এটা আর হতে দেওয়া যাবে না। এখন অন্তর্বর্তী সরকার হিন্দুদের আর কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।’
এই আবহে আগামী নভেম্বর মাসে দেখা হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে হিন্দুদের উপর হামলা নিয়ে কথা হতে পারে তাঁদের মধ্যে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কথায়, ‘ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণেই এই ধরনের কিছু ঘটনা ঘটেছে।’ নাম না করে আওয়ামি লিগকে কটাক্ষ করেছেন আসিফ। তিনি বলেছেন, ‘ছাত্র–জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাতে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে বসবাস করবে।’