বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ৪টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এরই মাঝে ভারত নিয়ে 'চিন্তিত' বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি 'ভয়েস অফ আমেরিকার' সমীক্ষা তুলে ধরে লেখেন, 'বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামি লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।' এরপর ভারতের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, ভারতে সংখ্যালঘু মুসলিমরা আক্রান্ত। এই আবহে ভারতকে 'দ্বিচারী' বলে অভিযোগ করেন তিনি। তবে নিজের দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে একটি শব্দও তিনি ব্যয় করেননি। (আরও পড়ুন: ইসকনকে 'উগ্রবাদী' আখ্যা নববর্ষের বিরোধিতা করা নারীবিদ্বেষী হেফাজতে ইসলামের!)
আরও পড়ুন: হিন্দু নির্যাতন নিয়ে মিথ্যা বলা হচ্ছে, বিশ্ব মঞ্চে মুখ বাঁচাতে দাবি বাংলাদেশের
আরও পড়ুন: নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বাংলাদেশে গ্রেফতার হিন্দু নাবালক
এদিকে ভয়েস অফ আমেরিকার যে সমীক্ষার বরাত দিয়ে আসিফ নজরুল এহেন পোস্ট করেছেন, গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত হয়েছিল। তাতে উত্তরদাতা ছিলেন মাত্র ১০০০ জন বাংলাদেশি। আর সেই উত্তরদাতাদের মধ্যে ৯২.৭ শতাংশ ছিলেন মুসলিম। সেই সমীক্ষার ফলাফল অনুযায়ী, ৬৪.১ শতাংশ মানুষ মনে করেছিলেন যে হাসিনা জমানা থেকে ইউনুসের সময়ে বেশি নিরাপত্তা পাওয়া যাচ্ছে। আর ১৫.৩ শতাংশ মনে করেছিলেন, নিরাপত্তার দিক থেকে হাসিনা জমানাই ভালো ছিল। আর ১৭.৯ শতাংশ মানুষ মনে করেছিলেন, হাসিনা জমানার থেকে কোনও উন্নতি ঘটেনি ইউনুস জমানায়। (আরও পড়ুন: বাংলাদেশের অন্তত ৪ মন্দিরে হামলা, দুষ্কৃতীদের ধরার বেলায় '০' ইউনুসের পুলিশ)
আরও পড়ুন: চিন্ময় প্রভুকে প্রসাদ দিতে গিয়ে আটক ২ সন্ন্যাসী, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
আরও পড়ুন: উদ্বেগে ভাসছে বাংলাদেশের ইউনুস সরকার, 'দায়িত্ববোধ' বোঝাতে বড় পদক্ষেপ ভারতের
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্যে বাংলাদেশি সাংবাদিকদের আবেদন জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর কথায়, ভারতের কিছু সংবাদমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। শফিকুলের দাবি, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। এই আবহে বাংলাদেশের বিরুদ্ধে চলতে থাকা মিথ্যাচার মোকাবিলায় সেই দেশের সাংবাদিকদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে আবার তিনি লেখেন, 'কারও কারও মনে হতে পারে যে ভারতীয়রা বেশি বুদ্ধিমান। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি সত্যির সহায়তায় ক্ষমতায় আসেন, তাহলে কোনও ভুল তথ্যের প্রচার আপনাকে থামাতে পারবে না।'