ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে এবার বাংলাদেশের ইউনুস সরকারের তরফে এল বড়সড় হুঙ্কার। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ্টন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনই বার্তা দিয়েছে ঢাকা।
বিষয়টি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহম্মদ খোদা বকস চৌধুরী। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহু ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে এরপর সাফ বলা হচ্ছে, যে সমস্ত বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, বা কর্মরত রয়েছেন, তাঁদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার হেতুতে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোনও দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না!
এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। কোনও বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তবে ঢাকা এখনও স্পষ্ট করে জানায়নি, সেদেশে কোন কোন দেশের কতজন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতজন এমন রয়েছেন, সেই পরিসংখ্যানটা আমাদের কাছে নেই। যদি থাকত, তাহলে আমি বলে দিতাম। অনেক দেশেরই আছে, আমি কোনও দেশের নাম উল্লেখ করতে চাইছি না। তবে কোনও দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেব না, তিনি স্পষ্ট করে দেন।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন ঢাকার?
কেন এমন সিদ্ধান্ত হঠাৎ করে নিল ঢাকা? তারও উত্তর দিয়েছে, বাংলদেশের সরকার। ইউনুস সরকারের দাবি, হঠাৎ করে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এর সুনির্দিষ্ট কোনও কারণ নেই। কতদিনের মধ্যে এমন অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের দেশে পাঠানো হবে? জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, আমরা লিস্টটা আগে পাই, তারপর কতদিনের মধ্যে তা করব, সেটা পরে বলতে পারব।
রাত পোহালেই ঢাকায় পা রাখছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি:-
এদিকে, সোমবারই ঢাকায় পা রাখছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের ওপর অত্যাচারের প্রেক্ষাপটে তাঁর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। উত্তাল পরিস্থিতির মাঝে এই কূটনৈতিক সফর দিল্লিকে কোন অবস্থানে রাখে, সেদিকে তাকিয়ে গোটা দেশ।