চট্টগ্রামে হিন্দুরা সাম্প্রদায়িক হিংসার কবলে পড়েছেন। এরই মাঝে আবার সুনামগঞ্জেও হিন্দুরা আক্রান্ত। এছাড়াও নীলফামারি এবং ঠাকুরগাওঁতেও নাকি হিন্দুরা আক্রান্ত মৌলবাদীদের হাতে। অভিযোগ, এই সব জায়গায় বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। তাদের দোকানে দেদার লুটপাট চলছে। এদিকে অনেক হিন্দুর বাড়িতে নাকি অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে। রিপোর্ট অনুযায়ী, ঠাকুরগাওঁ এলাকায় চিন্ময় প্ভুর মুক্তি দাবি করায় এক হিন্দু যুবককে গণপিটুনি দেওয়া হয়। (আরও পড়ুন: 'এক মুখ্যমন্ত্রীর তো কথার ওজন থাকবে', মমতার মন্তব্য এখনও হজম হচ্ছে না ইউনুসদের)
আরও পড়ুন: 'পরিস্থিতি ভালো করতে আমাদের পাঠানো হোক বাংলাদেশে', বললেন মমতার মন্ত্রী
আরও পড়ুন: ডিএ অবশেষে বাড়ল, দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মীলাভ ৯ লাখ রাজ্য সরকারি কর্মীর
এদিকে বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলার ঘটনা ঘটে একদিন আগে। উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠেছিল সুনামগঞ্জে। এরপরই সেখানে দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন হিন্দুদের বাড়িতে হামলা হয়। চলে লুটপাট। এদিকে ধর্মীয় অবমাননার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মংলারগাও গ্রামের বাসিন্দা আকাশ দাসকে (বয়স ২০ বছর)। রিপোর্টে দাবি করা হয়েছে, আকাশ দাস নাকি অন্য এক ব্যক্তির ফেসবুক পোস্টে গিয়ে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করেছিলেন। এই আবহে সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের ওপর চড়াও হয় সুযোগ সন্ধানী মৌলবাদীরা। রিপোর্টে দাবি করা হয়েছে, সুনামগঞ্জের লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে যাতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া সুনামগঞ্জের বাজারে থাকা হিন্দুদের শতাধিক দোকানে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বাড়িতে হামলা চালানো হয়। সেই এলাকার ১০টি হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয়। মংলাগাঁওয়ের শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। অনেকেই সেখান থেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এবং ননিগাঁও পূর্ব হাঁটিতেও বহু হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। (আরও পড়ুন: হিন্দুদের ওপর হামলা নিয়ে UK সংসদীয় গোষ্ঠীর কথায় 'কান লাল', কী করল বাংলাদেশ সরকার)
আরও পড়ুন: 'তালিবানি সরকার চলছে বাংলাদেশে...', চার মাস অপেক্ষা করতে বললেন শুভেন্দু
এছাড়াও মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেক গ্রামে হামলায় শ্রীশ্রী কালী মন্দিরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম। সেখানে কালীমূর্তি ভাঙা হয়। তবে পুলিশের বক্তব্য, এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি। এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার অনেক পড়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে মংলাগাঁওয়ে বাংলাদেশ সেনা নাকি অস্থায়ী ঘাঁটি তৈরি করে সেখানে আছে।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। হাসিনার বিদায়ের পর থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে বিএনপি-জামাত দেখেছিল 'আওয়ামি লিগের ষড়যন্ত্র'। তবে কয়েক মাস যাওয়র পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরও খারাপ। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয় পরিস্থিতি। এদিকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছে। 'জুলাই বিল্পবের' ছাত্র নেতারাও ইসকনের বিরুদ্ধে সরব হয়েছেন। এই আবহে সেখানে হিন্দুদের ওপর হামলার ঘটনা আরও বাড়ছে দিনকে দিন।