বাংলা নিউজ > ঘরে বাইরে > ৪৮ ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন, স্থগিত বাংলাদেশের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পড়ুয়াদের ফর্ম পূরণ

৪৮ ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন, স্থগিত বাংলাদেশের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পড়ুয়াদের ফর্ম পূরণ

শেষমুহূর্তে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ প্রক্রিয়া স্থগিত করে দিল ঢাকা শিক্ষা বোর্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী মঙ্গলবার থেকে ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ প্রক্রিয়া স্থগিত করে দিল ঢাকা শিক্ষা বোর্ড। রবিবার বোর্ডের তরফে সংক্ষিপ্ত বিবৃতি জারি করে জানানো হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে। তাই ফর্ম পূরণের প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে।

কবে থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে, তা অবশ্য বোর্ডের তরফে জানানো হয়নি। শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহম্মদ জাহিদ বক্ত চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২১ সালের পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়ার নয়া সূচি ঘোষণা করা হবে।

প্রাথমিকভাবে ২৭ জুন থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছিল। যদিও শুক্রবার বোর্ডের তরফে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ জুন (মঙ্গলবার) থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। 

এমনিতে করোনা পরিস্থিতিতে আদৌও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশে মধ্যে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। চলতি মাসের গোড়ার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক কর্তা জানিয়েছিলেন, উচ্চ মাধ্যমিকে ৮০ টি ক্লাস হবে। তারপর নেওয়া হবে পরীক্ষা। সেই কোটা পূরণ করে কবে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়েও ধন্দ আছে। তারইমধ্যে দিনদশেক আগে ঢাকার ইডেন কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, পড়ুয়াদের স্বার্থ এবং ভবিষ্যতের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন ধরনের বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়া হবে নাকি বাতিল হয়ে যাবে, বাতিল হলে কীভাবে মূল্যায়ন হবে, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে শিক্ষা মন্ত্রক। আগামী কয়েকদিনের মধ্যে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কারণ ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে।

পরবর্তী খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.