চিন্ময়কৃষ্ণপ্রভুর গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই উত্তাল বাংলাদেশ। এদিকে, তারই মধ্যে এবার খবরে ফের শেখ হাসিনা। সদ্য চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন হাসিনা। এদিকে, ঢাকায় মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অফিস জানাচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে তারা আন্তর্জাতিক আদালতে এবার বিচারের জন্য এগোতে চায়। ইতিমধ্যেই, মানবতার বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগে বাংলাদেশের অন্দরে ইতিমধ্যেই কোর্টে মামলা চলছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে ইউনুস সরকার কোমর আরও কষে হাসিনির বিরুদ্ধে নিতে চলেছে বড় পদক্ষেপ।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিসের তরফে জানানো হয়েছে, ‘ প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার বিচারের বিষয়টি নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খানের সঙ্গে, যিনি তাঁর (ইউনুসের) সরকারি যমুনা বাসভবনে সাক্ষাৎ করেন।’ জানা গিয়েছে সদ্যই ঢাকায় ইউনুসের যমুনার বাসভবনে এ করিম খান সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টাকে। এই বৈঠকে করিম খানকে বাংলাদেশ সরকারের তরফে বলা হয়, ঢাকা চাইছে শেখ হাসিনা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে এই মামলায় এগোতে, যে গণহত্যার অভিযোগ হাসিনার বিরুদ্ধে রয়েছে তা সেদেশে জুলাই-অগস্ট মাসে ঘটে ছাত্র আন্দোলন ঘিরে। এছাড়াও ১৫ বছর শাসনে হাসিনা সরকার অনেককেই জোর করে গুম করেছে বলে অভিযোগ রয়েছে, তা নিয়েও বিচারের আঙিনায় ঢাকা যেতে চাইছে বলে খবর। উল্লেখ্য, ইন্টারনাল ক্রাইম ট্রাইবুনাল এঅফ বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। শুধু শেখ হাসিনাই নন, তাঁর মন্ত্রিসভার সদস্যদে বিরুদ্ধেও চলছে মামলা। তাঁদের অনেকেই এখন জেলবন্দি, কিম্বা পলাতক। এদিকে, ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের আঙিনায় দাঁড় করাতে চাইছে ইউনুসের অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, চলতি বছরের মাঝের সময়ে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে। সেই সময়ই ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন। এরপর থেকেই বাংলাদেশে নয়া সরকার এসে শেখ হাসিনাক নিয়ে পদক্ষেপ করতে শুরু করেছে। এদিকে, শেখ হাসিনা গদিচ্যুত হতেই বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বাড়ছে। সদ্য সেদেশে চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।