৭৮ তম স্বাধীনতা দিবস। সেই মহান দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্বাধীনতা ও মুক্তির গুরুত্ব সম্পর্কে ফের মনে করিয়ে দিলেন। সেই সঙ্গেই প্রধান বিচারপতি বাংলাদেশের ঘটনার কথাও আরও একবার মনে করিয়ে দিলেন। সংবিধানের মূল্যের কথা স্মরণ করিয়ে তিনি নাগরিকদের কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আমরা সকলেই সংবিধানের কথা উল্লেখ করি। এই সকালে আমি একটা সুন্দর কবিতা পড়লাম। কর্নাটকের আবৃ্ত্তিকার চিত্রা শ্রী কৃষ্ণের লেখা কবিতার কথা তিনি উল্লেখ করেন। আর সেই কবিতার শিরোনাম ছিল স্বাধীনতার গান। ভারতীয় কবিতার বুননে ফুটে উঠেছিল স্বাধীনতার মানে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আজ বাংলাদেশে যা হচ্ছে সেটা মনে করিয়ে দিচ্ছে আমাদের কাছে মুক্তির বিষয়টি কতটা মূল্যবান। স্বাধীনতা ও মুক্তির বিষয়টি অনুভব করাটা খুব সোজা কিন্তু আগের কাহিনি দেখলেই বোঝা যায় যে এইগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানিয়েছেন আইনের কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে তাঁরা স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন।
তিনি একাধিক স্বাধীনতা সংগ্রামীর কথা উল্লেখ করেছেন। তার মধ্য়ে অন্যতম হলেন, বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহেরু, আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার, গোবিন্দ বল্লভ পন্থ, দেবী প্রসাদ খৈতান স্যার সৈয়দ মহম্মদ সাদাউল্লাহের কথা উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁরা শুধু ভারতের স্বাধীনতা অর্জনের ব্যাপারে তৎপরতা দেখিয়েছিলেন সেটাই নয়, তাঁরা একটা স্বাধীন বিচারব্যবস্থা তৈরিতে উদ্যোগী হয়েছিলেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, গত ২৪ বছর বিচারক হিসাবে কাজ করে গিয়েছি। আমি বলছি সাধারণ ভারতবাসীর রোজকার জীবনের ছাপ থাকে এই আদালতের কাজকর্মে।