আরিফুল ইসলাম মিঠু
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমাধান চায় এবং গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে চায়।
শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ছিল, বিশেষত যখন তিনি ১৯৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছিলেন।
গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতনকারী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইসলামের এই মন্তব্য মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদস্থ নেতাদের সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের ধারাবাহিক বৈঠকের প্রেক্ষাপটে এসেছে।
ইসলামের কার্যালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, ১ সেপ্টেম্বর ইসলামের সাথে সাক্ষাতের সময় মারুফ বলেছিলেন যে পাকিস্তান ‘১৯৭১ সালের সমস্যার সমাধান করতে চায়’। মারুফ বলেন, 'আগের সরকার আমাদের এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং একাত্তরের বিষয়টি জিইয়ে রেখেছিল। তিনি বলেন, এটা অনেক আগেই সমাধান করা যেত এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী।
জবাবে ইসলাম বলেন, ১৯৭১ সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আওয়ামী লীগের মতে ১৯৭১ সাল ইতিহাসের শেষ অধ্যায়। কিন্তু আমরা মনে করি, এটা ইতিহাসের ধারাবাহিকতা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তৎকালীন পশ্চিম পাকিস্তানি অত্যাচারী শাসন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামকে চিহ্নিত করেছিল এবং পাকিস্তানি সামরিক বাহিনীকে ব্যাপক নৃশংসতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল যার ফলে প্রায় ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চাপ দিয়ে আসছে। গত ৫৩ বছরে সম্পর্কের উত্থান-পতন সত্ত্বেও এই সমস্যার কোনও সমাধান হয়নি।
১৯৪৭ সালের ঘটনাবলি (যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এবং দেশ ভাগ হয়) বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হত না উল্লেখ করে ইসলাম বলেন, 'আমরা পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালের সমস্যার সমাধান করতে চাই। গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক জোরদার করা প্রয়োজন।
ইসলাম বলেন, বাংলাদেশ যে কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি বলেন, 'আমরা জাতীয় স্বার্থে এবং সম্পর্ক উন্নয়নে ১৯৭১ সালের সমস্যাগুলো সমাধানে আগ্রহী।
৫ অগস্ট হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ভারতে পালিয়ে যান এবং তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় মারুফ অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে রাজনৈতিক কারণে, বিশেষ করে ভিসা দেওয়া এবং বিমানবন্দরে পাকিস্তানিদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এসব সমস্যার প্রতি তিনি ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।