বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর ২০০০-এর ওপর হামলা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর থেকে। শনিবার বাংলাদেশের সিলেটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়েছিলেন জামাতের আমির শফিকুর রহমান। সেখানেই তাঁর মুখের ওপর পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল। এই আবহে সাংবাদিকদের শফিকুর বললেন, 'সব নির্যাতনের ঘটনা যে ধর্মীয় কারণে ঘটেছে, এমনটা কিন্তু নয়।' তিনি বলেন, 'যেই ধর্মের মানুষই হন না কেন, দেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার আছে যে কারও। তবে রাজনীতির সঙ্গে সন্ত্রাস করলে পরে তার কারণে যদি কিছু ঘটে, তাহলে তা ধর্মের সঙ্গে মেলানো উচিত না। সেই ঘটনা তাহলে রাজনৈতিক কারণেই ঘটেছে।' (আরও পড়ুন: 'ভারতকে খাটো করে দেখবেন না', বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের)
আরও পড়ুন: 'এমনটা নয় যে বাংলাদেশের সব হিন্দুকে ভারতে নিয়ে আসতে হবে…', মত তথাগত রায়ের
এই নিয়ে জামাত প্রধানের বক্তব্য, 'রাজনীতি যারা করবেন তিনি যে দলেরই হন, যে ধর্মেরই হন না কেন, তাঁর সতর্ক হয়ে রাজনীতি করা উচিত। এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে ক্ষমতা থেকে চলে গেলে পালিয়ে যেতে হবে বা আত্মগোপনে যেতে হবে। না হলে একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে।' এরই সঙ্গে অবশ্য তিনি দাবি করেন, ধর্মীয় কারণে নির্যাতন চালানো দুষ্কৃতীদের তিনি কঠিনতম শাস্তি চান। এদিকে তিনি আরও বলেন, 'ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়।' উল্লেখ্য, সাম্প্রতিককালে বাংলাদেশে অনেক হিন্দুকে জোর করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে শফিকুর বলেন, 'ধর্ম ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। যারা চাপাচাপি করে, তারা ধর্মের আবেগ বোঝে না, সে ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন। এটা বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ঘটে। এ সবগুলোকে আমরা নিন্দা করি। চাপাচাপির কোনও জায়গা নেই। আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখব।' (আরও পড়ুন: জার্মানিতে 'প্রাক্তন মুসলিমের' হামলায় আহত ৭ ভারতীয়, ঘটনায় মুখ খুলল দিল্লি)
এরপর শফিকুর দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু মানেন না তিনি। তাঁর কথায়, '৫ অগস্টের পরে আমরা সাফ বলেছি, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু মানি না। যারা এই দেশের নাগরিক তারা সবাই সমমর্যাদার। ছোট্ট একটা দেশ, এত আবার ভাগ কীসের। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। কারণ দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে। অশান্তি হলে সবাইকেই তা ভোগ করতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই।' এদিকে তাঁর দলের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান শফিকুর। তিনি বলেন, 'আমাদের কারও দ্বারা যদি এরকম কোনও অপরাধ হয়ে থাকে, যেখানে আপনাদের সম্পদের, সম্মানের ক্ষতি হয়েছে... তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিচার পাবেন।'