বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারর উপদেষ্টা পদ থেকে এবার পদত্যাগ করতে পারেন দুই ছাত্র নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। এমনই দাবি করা হল বাংলাদেশের আমার দেশ পত্রিকার রিপোর্টে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। এই আবহে সরকার থেকে বেরিয়ে এসে সেই দলে যোগ দিতে পারেন নাহিদ এবং আসিফ। এর আগে নয়া দল গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিএনপি নেতা তারিক জিয়া। তাঁর বক্তব্য ছিল, সরকারে থেকে বা সরকারের সাহায্যে কোনও রাজনৈতিক দল গঠন হলে তা 'ঠিক হবে না'। এই আবহে নাহিদ দাবি করেছিলেন, দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসেই তা করবেন। আর এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, ছাত্র নেতারা ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নতুন রাজনৈতিক দল শুরু করতে পারেন। (আরও পড়ুন: ষড়যন্ত্র-গুজবের তত্ত্বের পাশাপাশি ওঠে গুরুতর অভিযোগ,মহাকুম্ভে বড় পদক্ষেপ যোগীর)
আরও পড়ুন: জর্জ সোরোসের ছেলের সঙ্গে বৈঠক ইউনুসের, ঢাকার মাটিতে কী নিয়ে ছক কষা হল?
এদিকে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। এরপরই নাহিদ বলেছিলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এই আবহে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য দাবি করেন, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তাঁদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আনা প্রয়োজন বলে দাবি করা হয়। (আরও পড়ুন: একদিনে ৭.৫ কোটি ভক্তের সমাগম, মহাকুম্ভে ডিউটি করতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীরও)
এদিকে সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিএনপি। এই আবহে নাহিদ ইসলাম পালটা তোপ দেগে বলেছিলেন, 'বিএনপিস সুর আওয়ামি লিগের মতো শোনাচ্ছে।' তখনই নাহিদ দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন।
এদিকে ইউনুসের সরকারের আরও এক ছাত্রনেতা মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করবেন বলে কোনও খবর বা গুঞ্জন শোনা যায়নি। এর আগে নিউইয়র্কে নিয়ে গিয়ে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে এই মাহফুজকেই জুলাই বিপ্লবের ‘মাথা’ বলে অভিহিত করেছিলেন মহম্মদ ইউনুস। এহেন মাহফুজ বিগত দিনে সরকারের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা পদে থেকে একাধির সংস্কারের কথা যেমন বলেছেন, তেমনই ভারত বিরোধী বহু বিতর্কিত মন্তব্যও তাঁকে করতে শোনা গিয়েছে। ফেসবুকে তিনি পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে পোস্ট করেছিলেন। পরে অবশ্য দ্রুত সেই পোস্ট তিনি মুছে দিয়েছিলেন। তিনি বর্তমানে মহম্মদ ইউনুসের ‘ডান হাত’।