আজ মহাপঞ্চমী। দুর্গাপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে বাংলাদেশও। সেখানে আড়ম্বর করেই দুর্গাপুজো হচ্ছে। কিন্তু এবার তার মধ্যেই ঘটে গেল অন্যরকম ঘটনা। ফেসবুকে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে ‘বিতর্কিত’ পোস্ট করা হয়। আর তার জেরে সাময়িকভাবে বরখাস্ত করা হল লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে। এই ঘটনা সামনে আসতেই পদ্মাপারে ঢি–ঢি পড়ে গিয়েছে। কারণ এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ এই ম্যাজিস্ট্রেট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে।
আর সরাসরি ম্যাজিস্ট্রেটকে সরাসরি বরখাস্ত করার ঘটনায় বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিচারবিভাগের উপর সরকারের হস্তক্ষেপ থাকলে সঠিক বিচার মেলে না বলে মনে করেন অনেকেই। সেখানে গত শনিবার তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গিয়েছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনার মহাশয়।’ এই বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাপে পড়ে যান নয়া অন্তর্বর্তী সরকার। তার জেরে সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ করে অন্যত্র সরানো হয়। এবার বরখাস্তের খবর এসেছে।
আরও পড়ুন: ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড এবার আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী?
বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ভারতেরও একটা বড় ভূমিকা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কাজের জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে আছেন। সেসব মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। তিনি বরখাস্ত হওয়ার খবর শুনে বলেন, ‘আমি যদি প্রশাসনে নাও থাকতাম তাহলেও একই কথা বলতাম। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না। ওই মন্তব্যের জন্য চাকরি গেলে যাক।’ তাঁর ওই পোস্টটি অবশ্য রবিবার থেকেই ‘ওনলি মি’ করে রাখা হয়েছে। এখন এই ঘটনা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
তাছাড়া ম্যাজিস্ট্রেট যে কথা ফেসবুকে পোস্ট করেছেন সেটা সর্বৈব সত্য। তাহলে কেন তাঁকে বহিষ্কার করা হল? উঠছে প্রশ্ন। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস একসপ্তাহ আগে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন। সেখানে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাস ‘রিসেট বাটন পুশ’ করে মুছে ফেলা হয়েছে। তারপরই ফেসবুকে পোস্ট করা হয়। এই মন্তব্যের তুমুল সমালোচনা করে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বক্তব্য, ‘রিসেট বাটন পুশ করা মানে কী? অতীত মুছে ফেলা মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। এগুলি সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলার মানে কী? তাহলে আমি তো মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন সরকারে আছে। আমার দেশকে বাঁচাতে হবে। তার জন্য আমার পক্ষে যতটুকু বলার, আমি বলেছি।’