বাংলা নিউজ > ঘরে বাইরে > শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্রুত’ খুলে দেওয়া হোক, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী হাসিনা

শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্রুত’ খুলে দেওয়া হোক, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী হাসিনা

শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্য শিনহুয়া নিউজ এজেন্সি/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে)

করোনাভাইরাসের প্রকোপ কমেছে বাংলাদেশে।

করোনাভাইরাসের প্রকোপ কমায় খুব দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার আওয়ামি লিগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন৷ তিনি বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি৷ সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে৷ শিক্ষকদের সঙ্গে স্কুলে কর্মরত যাঁরা, তাদের পরিবার-সহ যাতে টিকা দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্কুলের ছেলেমেয়েদের… যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলি নির্দেশিকা আছে৷ সেই নির্দেশিকা মেনেই স্কুলের ছেলেমেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি৷ ফাইজারের কিছু টিকা পৌঁছেছে, আরেও পৌঁছাবে৷ মডার্নার জন্য চেষ্টা করে যাচ্ছি৷ অন্যান্য টিকাও আসছে৷ ইতেিমধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রায় ছয় কোটি টিকার জন্য টাকা দিয়ে দিয়েছি৷’

তবে টিকা দেওয়ার পরও যে করোনা সংক্রমণ হতে পারে, সে কথা মনে করিয়ে দিয়ে সবাইকে সাবধানে থাকার অনুরোধ করে সরকার প্রধান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, করে যাচ্ছি৷ হ্যাঁ জানি, অনেকের বক্তব্য, অনেক কিছুই বলেন৷ কিন্তু বাস্তব চিত্রটা দেখেন, যদি অন্য দেশের সঙ্গে তুলনা করেন, আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় করোনা নিয়ন্ত্রণে আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি, অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি, এটা হল বাস্তবতা৷’

এ সময় কোভিড মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষ অসুস্থ হচ্ছেন৷ সবাই যেন নিজের ঘর-বাড়ি পরিচ্ছন্ন রাখে এবং কোথাও যেন পানি জমে না থাকে৷ আশপাশের জায়গায় যেন মশা জন্ম নিতে না পারে, সেভাবে যেন পরিচ্ছন্ন করে রাখেন৷ মশারি ব্যবহার করবেন৷ শুধু মশার ওষুধ দিলে হবে না৷ নিজেদেরও একটু উদ্যোগ নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে৷’

ঘরে বাইরে খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.