বাংলা নিউজ > ঘরে বাইরে > গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন হয়েছি, মানুষের ভোট কেড়ে ক্ষমতায় থাকবে না: হাসিনা

গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন হয়েছি, মানুষের ভোট কেড়ে ক্ষমতায় থাকবে না: হাসিনা

শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মিলিটারি ডিকটেটররা যা করেছেন, তার বিরুদ্ধে আমিই সংগ্রাম করেছি, আমিই আন্দোলন করেছি৷ জেল-জুলুম, গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন আমিই হয়েছি, কিন্তু গণতন্ত্রটা করতে পেরেছি বলেই ধারাবাহিকতা আছে বলেই আজকের এই উন্নতিটা৷’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না। সেটা থাকবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চান না তিনি৷ তিনি আরও বলেন, ‘মিলিটারি ডিকটেটররা যা করেছেন, তার বিরুদ্ধে আমিই সংগ্রাম করেছি, আমিই আন্দোলন করেছি৷ জেল-জুলুম, গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন আমিই হয়েছি, কিন্তু গণতন্ত্রটা করতে পেরেছি বলেই ধারাবাহিকতা আছে বলেই আজকের এই উন্নতিটা৷’

আরও পড়ুন: বাংলাদেশ: প্রবল বর্ষার জের, টানা ৬দিন পর চালু হল সিলেট বিমানবন্দর

আগামী শনিবার পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত সেতুর উদ্বোধন করা হবে৷ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়ার পর শত প্রতিকূলতার মধ্যেও তা বাস্তবায়নের কঠিন যাত্রায় সঙ্গে থাকায় দেশের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ 

তিনি বলেন, ‘মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়াটা আমি পেয়েছিলাম, সেটাই কিন্তু আমার সাহস আর শক্তি৷… মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল৷ তাদেরই সাহসে এই পদ্মা সেতু আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে৷’

দেশে বন্যার ঝুঁকি সেপ্টেম্বর পর্যন্ত থাকে, সে কথা তুলে ধরে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘বন্যা শুরু হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বন্যার ঝুঁকিটা আমাদের থাকে, জলটা নেমে আসবে দক্ষিণ অঞ্চলে৷ সেজন্য আগাম প্রস্তুতি আমাদের আছে৷’

সিলেট অঞ্চলে এবারের ভয়াবহ বন্যার কথা তুলে ধরে সেখানে ত্রাণ ও উদ্ধার তৎপরতার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমি আগেই নির্দেশ দিয়েছিলাম, জল যাতে দ্রুত নেমে যেতে পারে, প্রয়োজনে রাস্তা যেন কেটে দেয়৷ এটাও আমাদর একটা শিক্ষা, কোন জায়গা থেকে জল নিষ্কাশন হচ্ছে, কারণ আমাদের এখানে তো বন্যা আসবেই৷ সেটা চিহ্নিত করে রাখতে বলেছি, সেখানে ব্রিজ কালভার্ট এমনভাবে করে দেব, যাতে জল জমা থাকতে না পারে৷’ 

আরও পড়ুন: বাংলাদেশ: কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে চলল গুলি, মৃত ১

ওই অঞ্চলে আরও বন্যা আশ্রয় কেন্দ্র করার পাশাপাশি বন্যার কথা মাথায় রেখে অবকাঠামো করার কথাও বলেন সরকার প্রধান৷ তিনি বলেন, ‘অনেকদিন এরকম বন্যা হয়নি, আবার বন্যা আসল৷ সেইভাবে অবকাঠামো তৈরি করতে হবে৷’

বন্যার পর কৃষক যেন কৃষিকাজ করতে পারে, সেজন্য বীজ, সারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি৷ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে জানান৷ এছাড়াও যাঁরা বন্যার মধ্যে কষ্ট করে কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.