আওয়ামি লিগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদ 'ষড়যন্ত্র' করছেন বলে দাবি করল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এমনকী বেনজির রাষ্ট্রদ্রোহীর মতো কাজ করছেন বলেও দাবি করা হয়েছে পুলিশ সদস্যদের সংগঠনের তরফ থেকে। উল্লেখ্য, সম্প্রতি ভার্চুয়াল কনফারেন্সে সরকার বিরোধীদের সঙ্গে একটি সভায় অংশ নেন বেনজির। তিনি সেই সভায় যে বক্তব্য রেখেছেন, তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই আবহে তাঁর বিরুদ্ধে বিবৃতি জারি করেছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক। (আরও পড়ুন: মুজিবের বাড়ি ভাঙায় বিদেশি অপশক্তির হাত? বাংলাদেশি বিশিষ্টদের প্রশ্নবাণ ইউনুসকে)
আরও পড়ুন: চলছে 'অপারেশন ক্লিন', কেরলে গ্রেফতার বাংলাদেশি দশরথ এবং তাঁর 'বিবি'
আরও পড়ুন: 'জবাবি শুল্ক' আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়বে ভারতের ওপরও? জোর জল্পনা
বিবৃতিতে বলা হয়, 'সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানিলন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত পলাতক প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুগামীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নেন। সেই সভাটি ষড়যন্ত্রমূলক ছিল। সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে বেনজিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যটি পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের সমান।' (আরও পড়ুন: হাসিনার মন্ত্রীর বাড়িতে হামলা চালানো 'বিপ্লবীদের' মারধর স্থানীয়দের, জখম ১৫)
আরও পড়ুন: মাকে দেখতে ভিসা না পেয়ে কনস্যুলেটে 'অনুপ্রবেশ' ভারতীয়-আমেরিকান বামপন্থী নেত্রীর
আরও পড়ুন: 'শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস করবেন না', বাংলাদেশিদের বার্তা ইউনুসের
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয়, 'ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতি এবং দুদকের আরও একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ। তাঁর মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ নির্মাণে এবং জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে। এর জন্যে দৃঢ়প্রতিজ্ঞ বাহিনীর প্রতিটি সদস্য। তাঁরা দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। পুলিশের যেসব সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশের সব সদস্য এই নিয়ে একমত পোষণ করে।'