সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেছিলেন, আওয়ামি লিগকে তাঁর সরকার নিষিদ্ধ ঘোষণা করবে না। এরই মাঝে আবার বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ সেনা নাকি আওয়ামি লিগকে রাজনীতিতে ফেরাতে 'ষড়যন্ত্র' করছে। এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা উপদেষ্টা মাহফুজ আলমের গলায় এবার শোনা গেল ইউনুসের বিপরীত সুর। তাঁর কথায়, 'আওয়ামি লিগের ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।' প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন মুলুকে এই মাহফুজকেই 'গণঅভ্যুত্থানের মাথা' বলে অভিহিত করেছিলেন ইউনুস। (আরও পড়ুন: 'ভারত আমাদের কাছে টানে…', নিজের দেশকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী?)
আরও পড়ুন: সকাল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ, ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি বাংলার কোথায়?
২১ মার্চ ঢাকায় একটি ইফতার পার্টিতে মাহফুজ বলেন, 'আওয়ামি লিগ কোনও দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’। আওয়ামি লিগের সুতো দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। আমরা আওয়ামি ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি, তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামি লিগ আবার ফিরে আসবে।' (আরও পড়ুন: ১৮ ঘণ্টা পর হিথরো বিমানবন্দরে চালু উড়ান পরিষেবা, লন্ডনে কখন যাচ্ছেন মমতা?)
আরও পড়ুন: জিও-এয়ারটেলের সঙ্গে চুক্তি, তবে ভারতের আগে পাকিস্তানে চালু হচ্ছে স্টারলিংক?
এদিকে নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা বলেন, 'নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সকলের উচিত নির্বাচনের জন্যে প্রস্তুতি নেওয়া। রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।' (আরও পড়ুন: ইউনুসে 'না' বাংলাদেশি সেনা প্রধান ওয়াকারের... বিস্ফোরক উপদেষ্টা আসিফ)
আরও পড়ুন: বাংলাদেশি সেনার ওপর হামলার নিদান, তারপরই ক্ষমা চেয়ে ‘পথে’ ফিরলেন সমন্বয়ক
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস দাবি করেছিলেন, ভারত ছাড়া বাংলাদেশের চলবে না। স্পষ্ট ভাষায় বলেছিলেন, 'ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই'। এহেন ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক চাইছে বাংলাদেশ। এদিকে মোদীর সঙ্গে এর আগে তাঁর কথা হয়েছে বলে দাবি করেছিলেন ইউনুস। এরই মাঝে আবার আওয়ামি লিগ নিয়ে সুর নরম করেন ইউনুস। ইউনুস জানান, হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণা করার কোনও পরিকল্পনা তাঁর সরকারের নেই। ২০ মার্চ ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় ইউনুস জানান, তাঁরা আওয়ামি লিগকে নিষিদ্ধ করছেন না। পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। এদিকে ইউনুসের আওয়ামি লিগ সংক্রান্ত অবস্থানের বিপরীত মেরুতে দেখা গেল তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাহফুজকে।